#মুম্বই: গত ১৪ জুন আত্মহত্যা করেছেন বলিউডের উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত ৷ লেখাপড়াতে তিনি কৃতী ছাত্র ছিলেন বরাবরই, অভিনয়ের পাশাপাশি নাচের ক্ষেত্রেও তাঁর প্রতিভা ছিল চোখে পড়ার মতোই ৷ ছোটবড় বিভিন্ন ক্ষেত্রেই তাঁর নাচের প্রশংসা উল্লেখ করা হয়েছে ৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে ১ মাস হতে চলেছে এখনও তাঁর সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হয়েছে৷ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একই সঙ্গে অনুষ্ঠানে সুশান্ত সিং রাজপুত, সলমন খান, শাহরুখ খান ও হৃতিক রোশনের সুপারহিট ছবির গানে নেচে কাঁপিয়েছেন মঞ্চ ৷
সলমন খানের 'প্যায়ার কিয়া তো ডরনা ক্য়ায়া' ছবির 'ও ও জানে জানা,' শাহরুখ খানের 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ছবির তুঝে দেখা তো জানা ইয়ে সনম,' হৃতিক রোশনের 'কহোনা প্যায়ার হ্যায়'-এর টাইটেল সঙের রিপ্রাইস ভার্সানে নেচে কাঁপিয়েছিলেন ৷ সেই দুরন্ত নাচের ভিডিও আরও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷