For you Sushant : শ্রেয়া, সুনিধিদের সঙ্গে নিয়ে রহমানের কনসার্ট, দেখুন এখানে !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
শোকের মাঝে প্রিয় নায়ককে গানে গানে শ্রদ্ধা জানানো ৷
#মুম্বই: প্রিয় নায়কের হঠাৎ চলে যাওয়া ৷ প্রিয় মানুষের হঠাৎ বিদায় ৷ নাড়িয়ে দিয়ে গেল গোটা বলিউডকে ৷ নাড়িয়ে দিয়ে গেল তাঁর প্রিয় মানুষদের৷ এখনও শোক কাটতেই চাইছে না ৷ তবুও বাস্তবকে মেনে নিতেই হবে ৷ মেনে নিতে হবেই সুশান্ত সিং রাজপুতের এরকম জীবনের পরিণতিকে ৷
তাই তো এই শোকের মাঝে প্রিয় নায়ককে গানে গানে শ্রদ্ধা জানানো ৷ সেরকমই পরিকল্পনা নিয়ে হটস্টার-ডিজনিতে হয়ে গেল এক অনলাইন কনসার্ট ৷ যার দায়িত্ব পুরোটাই কাঁধে নিয়ে নিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান ৷ আর সঙ্গে পেলেন শ্রেয়া ঘোষাল, মোহিত চৌহান, সুনীধি চৌহান, শাশা তিরুপতি, জোনিতা গান্ধীর মতো শিল্পাদের ৷
advertisement
কনসার্টে একের পর এক উঠে এল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র গান ৷
advertisement
মুকেশ ছাবড়া পরিচালিত সুশান্ত সিং রাজপুত সিংয়ের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেতে চলেছে ২৪ জুলাই৷ হটস্টার-ডিজনিতে দেখা যাবে এই ছবি ৷
advertisement
দেখতে দেখতে কেটে গিয়েছে একমাস ৷ জুন মাসের ১৪ তারিখ গোটা দেশকে চমকে দিয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ৷ তারপর থেকেই বলিউডের অন্দরে নানা জলঘোলা ৷ সুশান্তের মৃত্যুকে সামনে এনে, প্রকাশ্যে এসে পড়েছে বলিউডের নেপোটিজম বির্তক, অন্ধকার রূপ ৷ একের পর এক নাম উঠেছে বড় বড় তারকার ৷ সুশান্তের মৃত্যুর তদন্তে কঠোর হচ্ছে পুলিশি জেরা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2020 2:10 PM IST