For you Sushant : শ্রেয়া, সুনিধিদের সঙ্গে নিয়ে রহমানের কনসার্ট, দেখুন এখানে !

Last Updated:

শোকের মাঝে প্রিয় নায়ককে গানে গানে শ্রদ্ধা জানানো ৷

#মুম্বই: প্রিয় নায়কের হঠাৎ চলে যাওয়া ৷ প্রিয় মানুষের হঠাৎ বিদায় ৷ নাড়িয়ে দিয়ে গেল গোটা বলিউডকে ৷ নাড়িয়ে দিয়ে গেল তাঁর প্রিয় মানুষদের৷ এখনও শোক কাটতেই চাইছে না ৷ তবুও বাস্তবকে মেনে নিতেই হবে ৷ মেনে নিতে হবেই সুশান্ত সিং রাজপুতের এরকম জীবনের পরিণতিকে ৷
তাই তো এই শোকের মাঝে প্রিয় নায়ককে গানে গানে শ্রদ্ধা জানানো ৷ সেরকমই পরিকল্পনা নিয়ে হটস্টার-ডিজনিতে হয়ে গেল এক অনলাইন কনসার্ট ৷ যার দায়িত্ব পুরোটাই কাঁধে নিয়ে নিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান ৷ আর সঙ্গে পেলেন শ্রেয়া ঘোষাল, মোহিত চৌহান, সুনীধি চৌহান, শাশা তিরুপতি, জোনিতা গান্ধীর মতো শিল্পাদের ৷
advertisement
কনসার্টে একের পর এক উঠে এল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র গান ৷
advertisement
মুকেশ ছাবড়া পরিচালিত সুশান্ত সিং রাজপুত সিংয়ের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেতে চলেছে ২৪ জুলাই৷ হটস্টার-ডিজনিতে দেখা যাবে এই ছবি ৷
advertisement
দেখতে দেখতে কেটে গিয়েছে একমাস ৷ জুন মাসের ১৪ তারিখ গোটা দেশকে চমকে দিয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ৷ তারপর থেকেই বলিউডের অন্দরে নানা জলঘোলা ৷ সুশান্তের মৃত্যুকে সামনে এনে, প্রকাশ্যে এসে পড়েছে বলিউডের নেপোটিজম বির্তক, অন্ধকার রূপ ৷ একের পর এক নাম উঠেছে বড় বড় তারকার ৷ সুশান্তের মৃত্যুর তদন্তে কঠোর হচ্ছে পুলিশি জেরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
For you Sushant : শ্রেয়া, সুনিধিদের সঙ্গে নিয়ে রহমানের কনসার্ট, দেখুন এখানে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement