সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আবেগ তাড়িত হয়ে বড় বয়ান অভিনেতা শেখর সুমনের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
তিনি মনে করেন সুশান্ত সিং রাজপুতের মত শিক্ষিত ও বিচক্ষণ অভিনেতা অবশ্যই সুইসাইড নোট রেখে যেতেন
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে গোটা বলিউডে নেমেছে শোকের ছায়া ৷ মাত্র ৩৪ বছর বয়সে বলিউডকে আলবিদা জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত ৷ তাঁর মৃত্যুকে কেউ মানসিক অবসাদ বলে ব্যাখ্যা দিচ্ছেন তো কেউ স্বজনপোষণকেই মৃত্যুর কারণ বলে মনে করছেন ৷ বলিউডের অভিনেতা শেখর সুমন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অবেগপ্রবণ হয়ে বিহার জিন্দাবাদ হ্যায়, বলে স্লোগান দিয়েছেন ৷
Film industry के सारे शेर बनने वाले कायर Sushant ke चाहनेवालों के केहर से,चूहे बनकर बिल में घुस gaye hain.मुखौटे गिर gaye hain..the hypocrites are exposed.Bihar and India won't sit quiet till the culprits are punished.Bihar Zindabaad.
— Shekhar Suman (@shekharsuman7) June 22, 2020
advertisement
advertisement
বিহারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শেখর সুমনের ৷ একটি ট্যুইটে তিনি জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কিছু মানুষ আছেন যাঁরা ভীতুর মতন পিছনে কথা বলেন, তাঁরাই সুশান্ত সিং রাজপুতের ভক্তদের গর্জনের সামনে ইঁদুর হয়ে গর্তে ঢুকে গিয়েছেন ৷ তাঁদের মুখোশ খুলে গিয়েছে আসল চেহারা প্রকাশ্যে এসেছে ৷ হিপোক্রেটসরা সামনে চলে এসেছে বলেই মনে করেন তিনি ৷ যতক্ষণ না দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততক্ষণ বিহার ও দেশের বহু মানুষের আত্মা তৃপ্ত হবেনা ৷
advertisement
Sushant was a Bihari that's why the Bihari sentiment is at the forefront.But im not taking away the fact that it concerns ppl from all the states of India and there shldnt be another Sushant kind of tragedy with any young talent trying to make it on his own.
— Shekhar Suman (@shekharsuman7) June 23, 2020
advertisement
এই বলেই বিহার জিন্দাবাদ নামে স্লোগান দিয়েছেন শেখর সুমন ৷ তাঁকে ছোট পর্দার অমিতাভ বচ্চন বলেও সম্বোধন করা হয়, শেখর সুমন প্রশ্ন তুলেছেন যদি মেনেই নেওয়া হয় সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন সেক্ষেত্রে তাঁর মত বিচক্ষণ ও বুদ্ধিমান মানুষ অবশ্যই সুইসাইড নোট রেখে যেতেন ৷
তিনি আরও লিখেছেন সুশান্ত সিং রাজপুত বিহারী ছিলেন, বিহারীদের আবেগ বা সংবেদনশীলতা সব থেকে বেশি ৷ সুশান্তের মত অন্য কোনও যুব প্রাণকে এমন ভাবে যেন না হারাতে হয়, দাবি তুলেছেন শেখর সুমন ৷
Location :
First Published :
June 24, 2020 12:51 AM IST