সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আবেগ তাড়িত হয়ে বড় বয়ান অভিনেতা শেখর সুমনের

Last Updated:

তিনি মনে করেন সুশান্ত সিং রাজপুতের মত শিক্ষিত ও বিচক্ষণ অভিনেতা অবশ্যই সুইসাইড নোট রেখে যেতেন

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে গোটা বলিউডে নেমেছে শোকের ছায়া ৷  মাত্র ৩৪ বছর বয়সে বলিউডকে আলবিদা জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত ৷ তাঁর মৃত্যুকে কেউ মানসিক অবসাদ বলে ব্যাখ্যা দিচ্ছেন তো কেউ স্বজনপোষণকেই মৃত্যুর কারণ বলে মনে করছেন ৷ বলিউডের অভিনেতা শেখর সুমন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অবেগপ্রবণ হয়ে বিহার জিন্দাবাদ হ্যায়, বলে স্লোগান দিয়েছেন ৷
advertisement
advertisement
বিহারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শেখর সুমনের ৷ একটি ট্যুইটে তিনি জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কিছু মানুষ আছেন যাঁরা ভীতুর মতন পিছনে কথা বলেন, তাঁরাই সুশান্ত সিং রাজপুতের ভক্তদের গর্জনের সামনে ইঁদুর হয়ে গর্তে ঢুকে গিয়েছেন ৷ তাঁদের মুখোশ খুলে গিয়েছে আসল চেহারা প্রকাশ্যে এসেছে ৷ হিপোক্রেটসরা সামনে চলে এসেছে বলেই মনে করেন তিনি ৷ যতক্ষণ না দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততক্ষণ বিহার ও দেশের বহু মানুষের আত্মা তৃপ্ত হবেনা ৷
advertisement
advertisement
এই বলেই বিহার জিন্দাবাদ নামে স্লোগান দিয়েছেন শেখর সুমন ৷ তাঁকে ছোট পর্দার অমিতাভ বচ্চন বলেও সম্বোধন করা হয়, শেখর সুমন প্রশ্ন তুলেছেন যদি মেনেই নেওয়া হয় সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন সেক্ষেত্রে তাঁর মত বিচক্ষণ ও বুদ্ধিমান মানুষ অবশ্যই সুইসাইড নোট রেখে যেতেন ৷
তিনি আরও লিখেছেন সুশান্ত সিং রাজপুত বিহারী ছিলেন, বিহারীদের আবেগ বা সংবেদনশীলতা সব থেকে বেশি ৷ সুশান্তের মত অন্য কোনও যুব প্রাণকে এমন ভাবে যেন না হারাতে হয়, দাবি তুলেছেন শেখর সুমন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আবেগ তাড়িত হয়ে বড় বয়ান অভিনেতা শেখর সুমনের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement