#নয়াদিল্লি: ছড়িয়ে পড়ছে জাস্টিস ফর সুশান্ত মুভমেন্ট। স্বাধীনতা দিবসে দুনিয়াজুড়ে প্রতিবাদ। দ্রুত সিবিআই তদন্তের দাবিতে আজ, শনিবার সকাল ১০টায় এক মিনিট নীরবতা পালনের ডাক দেওয়াও হয়।পটনায় সুশান্তের বাবার দ্বিতীয় স্ত্রীর বয়ান রেকর্ড করেছে সিবিআই ৷
সুশান্ত যাতে ন্যায়বিচার পান ৷ এবং তাঁর মৃত্যুর রহস্যের কারণ যাতে তাড়াতাড়ি সবার সামনে আসে ৷ তার জন্য কঙ্গনা রানাওত, বরুণ ধাওয়ান , কৃতি শ্যানন, সঞ্জনা সাংঘির মতো বলিউডের একাধিক তারকাদের পাশাপাশি এবার ‘জাস্টিস ফর সুশান্ত’-এ যোগ দিলেন বাবা রামদেবও ৷ সুশান্ত এবং তাঁর পরিবার যাতে দ্রুত ন্যায়বিচার পান, তার জন্য প্রার্থনায় বসেছিলেন তিনি ৷ রামদেবের মতে, ‘‘সুশান্তের আত্মীয়স্বজনদের সঙ্গে আমার কথা হয়েছে ৷ ওদের মনের অবস্থাটা বুঝতে পারছি ৷ ওদের কথা শুনে দুঃখে বুক কেঁপে উঠেছিল আমার ৷ সুশান্তের আত্মা শান্তি পাক ৷ এবং ন্যায়বিচার পান সুশান্ত এবং তাঁর পরিবার ৷ দ্রুত সত্যটা সামনে আসুক ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baba Ramdev, Sushant singh Rajput