Sushant Singh Rajput: ক্লোজার রিপোর্ট জমা দিল সিবিআই, সুশান্তের মৃত্যু রহস্যের তদন্তে কি এখানেই ইতি? জানুন নিয়ম

Last Updated:

সুশান্তের আকস্মিক মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছিল গোটা দেশ৷ সুশান্তকে খুন করা হয়েছে, এমন তত্ত্বও উঠে আসে৷ শেষ পর্যন্ত সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে আঙুল তোলে অভিনেতার পরিবার৷

সুশান্ত সিং রাজপুত৷
সুশান্ত সিং রাজপুত৷
মুম্বাই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত শেষ করে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই৷ সেই রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেই দাবি করেছে, এমনটাই সূত্রের খবর৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অন্য কোনও অস্বাভাবিকতা অথবা খুনের সম্ভাবনাও সিবিআই তদন্তে খারিজ করে দেওয়া হয়েছে৷
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৩৪ বছর বয়সি সুশান্ত সিং রাজপুতের দেহ৷ সুশান্তের এই আকস্মিক মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছিল গোটা দেশ৷ সুশান্তকে খুন করা হয়েছে, এমন তত্ত্বও উঠে আসে৷ শেষ পর্যন্ত সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে আঙুল তোলে অভিনেতার পরিবার৷ সুশান্তকে খুন করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করে বিহার পুলিশের কাছে অভিযোগও জানায় প্রয়াত অভিনেতার পরিবার৷ এর পরই মামলাটির তদন্তভার হাতে নিয়েছিল সিবিআই৷ যদিও সিবিআই-এর তদন্তে সেই খুনের সম্ভাবনা খারিজ করে দেওয়া হল৷ খুনের অভিযোগের স্বপক্ষে কোনও জোরাল প্রমাণ মেলেনি বলেই মত তদন্তকারীদের৷
advertisement
advertisement
তবে ক্লোজার রিপোর্ট জমা পড়া মানেই এই মামলায় সিবিআই তদন্ত শেষ হয়ে গেল, এমনটা কিন্তু নয়৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত৷ আদালত যদি মনে করে তদন্ত অসমাপ্ত রয়েছে অথবা ঘটনার অন্য কোনও আঙ্গিক খতিয়ে দেখা দরকার, তাহলে ফের তদন্ত শুরুর নির্দেশ দিতে পারে৷
advertisement
পাশাপাশি, যদি এই মামলার আবেদনকারী সিবিআই-এর তদন্তে সন্তুষ্ট না হন অথবা তদন্ত রিপোর্টের সঙ্গে সহমত পোষণ না করেন, তাহলে ফের আদালতে নতুন করে তদন্ত শুরুর আর্জি জানাতে পারেন তিনি৷ আদালত ক্লোজার রিপোর্ট গ্রহণ করলে তবেই এই মামলার তদন্ত শেষ হয়েছে বলে সরকারি ভাবে ধরে নেওয়া হবে৷
সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং রিয়া চক্রবর্তী সহ অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা, মানসিক নির্যাতন এবং আর্থিক তছরুপের অভিযোগ এনে পটনায় পুলিশের কাছে এফআইআর দায়ের করেন৷ এর পাল্টা মুম্বাই পুলিশে অভিযোগ করেন রিয়া৷ তিনি দাবি করেন, সুশান্তের বোনেরাই অভিনেতার জন্য ভুয়ো প্রেস্ক্রিপশন তৈরি করেছিল৷ যদিও এই অভিযোগুলির কোনওটির প্রমাণ পায়নি সিবিআই, সুশান্তের মৃত্যুতে চক্রান্তের তত্ত্বও খারিজ করেছে তারা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: ক্লোজার রিপোর্ট জমা দিল সিবিআই, সুশান্তের মৃত্যু রহস্যের তদন্তে কি এখানেই ইতি? জানুন নিয়ম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement