হিন্দি মার্ডার মিস্ট্রি ছবিতে, কলকাতার ৩ নতুন কন্যার মুখ!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তিনজন মেয়ে ছোটবেলায় বন্ধু থাকলেও একসময়ের পর তাঁরা একে অপরের থেকে দূরে সরে যান৷ কিন্তু স্যোশাল মিডিয়ায় ফের একবার যোগাযোগ হয় তাদের৷
#কলকাতা: পরিচালক শুভেন্দু রাজ ঘোষ এবং এমএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের নতুন হিন্দি ছবি সুরুর৷ মার্ডার মিস্ট্রি ওপর তৈরি হয়েছে ছবির গল্প৷ যেখানে তিন নতুন মুখ দেখতে পাবেন দর্শকরা৷ এরা তিনজনই কলকাতার মেয়ে৷ এরা হলেন প্ররণা, চৈতালি, পূজা৷ ছবির চিত্রনাট্য লিখেছেন রশিদ ইকবাল৷ অক্টোবর থেকে শুরু হবে ছবির শ্যুটিং৷ তিনজন মেয়ে ছোটবেলায় বন্ধু থাকলেও একসময়ের পর তাঁরা একে অপরের থেকে দূরে সরে যান৷ কিন্তু স্যোশাল মিডিয়ায় ফের একবার যোগাযোগ হয় তাদের৷ এরপরই নানা মোড়কের মধ্যে দিয়ে এগোবে ছবির গল্প৷
ছবিতে দেখা যাবে জরিনা ওয়াহাব, আশুতোষ রানা, দীপক বসাক, গুলশন পাণ্ডে৷ ছবিতে থাকবেন অর্জুন রামপালও৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2020 5:41 PM IST