মৃত্যুর মুখ থেকে ফিরে এসেই জাতীয় পুরস্কার পেলেন সুরেকা সিক্রি

Last Updated:

১০ মাস আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সুরেকা সিক্রি৷

#মুম্বই: বাধাই হো ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী সুরেকা সিক্রি৷ পুরস্কার পেয়েই ৭৪ বছরের জানান, এই দিনটা হয়তো দেখতেই পেতেন না তিনি৷ ১০ মাস আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি৷
সুরেকা জানান, মহাবালেশ্বরে শুটিংয়ে গিয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি৷ তখনই ব্রেন স্ট্রোক হয়৷ এখনও পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে পারেননি তিনি৷ পরিবার ও বন্ধুদের সঙ্গেই তিনি এই জয় উদযাপন করছেন বলে জানিয়েছেন৷
পুরস্কার পাওয়ার পরই প্রিয়া দাদিসার সঙ্গে গিয়ে দেখা করে আসেন অভিনেতা শশাঙ্ক ব্যাস৷ বালিকা বধূ ধারাবাহিকে জগদীশের চরিত্রে অভিনয় করেছিলেন শশাঙ্ক৷ তবে এই প্রথম নয়, এই নিয়ে তৃতীয় পুরস্কার পেলেন সুরেকা সিক্রি৷
advertisement
advertisement
১৯৮৮ সালে তমস ছবির জন্য প্রথমবার এবং ১৯৯৫ সালে মাম্মো ছবির জন্য দ্বিতীয় বার জাতীয় পুরস্কার পান সুরেকা৷ ১৯৮৯ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান পান তিনি৷
সুরেকা সিক্রি ছাড়াও সেরা জনপ্রিয় ছবির জাতীয় পুরস্কারও জিতেছে বাধাই হো৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
মৃত্যুর মুখ থেকে ফিরে এসেই জাতীয় পুরস্কার পেলেন সুরেকা সিক্রি
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement