মোদির বায়োপিকে স্থগিতাদেশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
Last Updated:
#নয়াদিল্লি: শীর্ষ আদালতে স্বস্তি ওমঙ্গ কুমার, বিবেক ওবেরয়দের। পিএম নরেন্দ্র মোদি ছবি মুক্তিতে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ছবিতে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
অন্যান্য ছবির মতই মোদির বায়োপিককে ছাড়পত্রের সিদ্ধান্তও নেবে সেন্সর বোর্ড। আর ছবিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। জানিয়ে দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, ‘এই আবেদনটি এখনও প্রযোজ্য নয় ৷ আর দু’মিনিটের প্রোমো দিয়ে পুরো সিনেমাটি বিচার করা যায়না কখনই ৷’
৫ এপ্রিল ছবি মুক্তির কথা ছিল। তা সম্ভব না হওয়ায় ১১ এপ্রিল ছবি রিলিজের লক্ষ্য নির্মাতাদের ৷ বুধবারের মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র মিললে তবেই বৃহস্পতিবার মুক্তি পাবে ছবি। ছবির ছাড়পত্রের সিদ্ধান্ত নিতে চলেছে সেন্সর বোর্ড ৷ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ খতিয়ে দেখবে নির্বাচন কমিশন ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2019 3:46 PM IST