Shah Rukh Khan-Sunny Deol: ২০ বছরের ঝগড়ায় ইতি! এক বিশেষ কারণে শাহরুখের সঙ্গে ভাব করে নিলেন সানি, সেটি কী

Last Updated:

Shah Rukh Khan-Sunny Deol: 'ডর' ছবিতে একসঙ্গে কাজ করার পর দীর্ঘ দিন কথা ছিল না শাহরুখ এবং সানির। তবে সানির 'গদর ২'-এর সাফল্যই যেন সরিয়ে দিল যাবতীয় অভিমানের আস্তরণ।

কলকাতা: অভিমানের বরফ গলেছে। যে সহকর্মীর সঙ্গে প্রায় ২০ বছর মুখ দেখাদেখি ছিল না, তাঁর সঙ্গেই কথা বললেন সানি দেওল। ইন্ডাস্ট্রিতে সকলের সঙ্গে অভিনেতা আগাগোড়া সুসম্পর্ক বজায় রাখলেও একজনের ক্ষেত্রে ছিল ব্যতিক্রম। তিনি শাহরুখ খান। ‘ডর’ ছবিতে একসঙ্গে কাজ করার পর দীর্ঘ দিন কথা ছিল না দুই তারকার। তবে সানির ‘গদর ২’-এর সাফল্যই যেন সরিয়ে দিল যাবতীয় অভিমানের আস্তরণ।
সম্প্রতি ট্যুইটারে শাহরুখের কাছে তাঁর এক অনুরাগী জানতে চান যে, তিনি ‘গদর ২’ দেখেছেন কি না। সেই ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়ে বাদশা লেখেন, ‘হ্যাঁ, দারুণ লেগেছে।’ শুধু যে ছবি দেখেছেন, তা নয়। ‘গদর ২’-এর সাফল্যের জন্য সানিকে শুভেচ্ছাও জানাতে ভোলেননি শাহরুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, শাহরুখ তাঁকে ফোন করেছিলেন। তাঁর কথায়, “উনি ছবিটি দেখে আমাকে ফোন করে শুভেচ্ছা জানালেন। ছবির সাফল্যে উনি খুবই খুশি। আমাকে বললেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। এই সাফল্য আপনার সত্যিই প্রাপ্য।’ আমিও ওঁকে ধন্যবাদ জানালাম।”
advertisement
advertisement
এত বছরের মান-অভিমানে তবে ইতি? প্রশ্ন রাখতেই সানির উত্তর, ‘সময় সব কিছু ঠিক করে দেয়। আমরাও জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি। আর তেমনই তো হওয়া উচিত।”
advertisement
১৯৯৩ সালে ‘ডর’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন সানি এবং শাহরুখ। যশ চোপড়া পরিচালিত সেই ছবির একটি দৃশ্য নিয়েই নাকি মতপার্থক্যের কারণে দুই তারকার মধ্যে মনোমালিন্য হয়। তার পর থেকেই নাকি একে অপরকে এড়িয়ে চলতেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan-Sunny Deol: ২০ বছরের ঝগড়ায় ইতি! এক বিশেষ কারণে শাহরুখের সঙ্গে ভাব করে নিলেন সানি, সেটি কী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement