কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি নবাগত বাঙালি পরিচালক সুমন সেনের, সঙ্গী অনুরাগ কাশ্যপ

Last Updated:

La Fabrique Cinéma de l'Institut français সুমন সেনকে সাহায্য করবে বিশ্বের তাবড় চলচ্চিত্র প্রভাবশালীদের মুখোমুখি হতে৷

#মুম্বই: প্রথমবার নিজের ছবি নিয়ে La Fabrique Cinéma de l'Institut français হাজির বাঙালি পরিচালক সুমন সেন৷ আন্তর্জাতিক ফিল্মের মানচিত্রে অত্যন্ত উল্লেখযোগ্য এই বিভাগটি কান চলচ্চিত্র উৎসবের অন্তর্গত৷ প্রতি বছর ১০টি দেশের ১০জন নবাগত পরিচালককে বেছে নেওয়া হয় এবং তাঁদের ছবি নিয়ে আলোচনা হয় কানে৷ নবাগত পরিচালক হিসেবে এই বছর সুমনের সামনে এসেছে এই সুবর্ণ সুযোগ৷ তাঁর ছবির ভাবনা নিয়ে তিনি পৌঁছে গিয়েছে ফ্রান্সে৷ কানে বিখ্যাত মঞ্চে ছবি নিয়ে আলোচনায় অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্রের দিকপালরা৷ যা নবাগত পরিচালকের কাছে এক মস্ত বড় পাওনা৷ জানিয়েছেন সুমন৷
তাঁর ছবি একা৷ প্রায় তিন-সাড়ে তিন বছর আগে থেকে এই ছবির কাজ শুরু করেন সুমন সেন৷ বাংলাতেই তৈরি হবে তাঁর ছবি৷ তবে এই ছবির ভাষা বাংলা হলেও, ছবিটি দেশ তথা বিশ্বের দরবারে পরিবেশনের কথা মাথায় রেখেই তৈরি করবেন সুমন৷ ছবি নিয়ে চিন্তাভাবনার মধ্যেই তাঁর সঙ্গে আলাপ বিজন ও আরিফের৷ বিজন থাকেন লস এঞ্জলসে এবং আরিফ ঢাকায়৷ সুমনের ছবি নিয়ে আগ্রহ দেখান তাঁরা৷ এরপর তাঁর সঙ্গে যুক্ত হন বিখ্যাত ফরাসি প্রযোজক ডমিনিক ওলিনস্কি৷ গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের আলাপ৷ এরপর একা ছবি জন্য এগিয়ে আসেন পরিচালক-প্রযোজক অনুরাগ কাশ্যপ৷ তাঁর সঙ্গে দেখা করে কথা হয়েছে ছবি নিয়ে৷ তবে প্রথম আলাপে ছবি ছাড়াও নানা বিষয় নিয়ে কথা হয় তাঁদের৷ এমনকী ওয়াইন নিয়েও হয়েছে গল্প, হাসতে হাসতে বলছেন সুমন৷ এইভাবে নিজের প্রথম ছবিতে দেশ-বিদেশের বিভিন্ন বিখ্যাত শিল্পীর সাহায্য পেয়েছেন সুমন, যা তাঁর কাজ এগিয়ে নিয়ে যেতে আরও উৎসাহ জুগিয়েছে৷ আর এরপরই তাঁর কান যাত্রা৷ বলাই বাহুল্য, এটা সুমনের কাছে খুলে দিয়েছে এক নতুন দিগন্ত৷
advertisement
অনুরাগ কাশ্যপ ও টিমের সঙ্গে সুমন সেন অনুরাগ কাশ্যপ ও টিমের সঙ্গে সুমন সেন
advertisement
ইতিমধ্যেই ফ্রান্সে পৌঁছে গিয়েছেন সুমন৷ La Fabrique Cinéma de l'Institut français তাঁকে সাহায্য করবে বিশ্বের তাবড় চলচ্চিত্র প্রভাবশালীদের মুখোমুখি হতে৷ এই বিশাল মঞ্চে অন্যদের সঙ্গে তাঁর ভাবধারার আদানপ্রদান হবে, যা তাঁকে আরও সমৃদ্ধ করবে৷ বিশ্ব দরবারে বিভিন্ন চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে আলাপচারিতায় আরও দিক খুলে যাবে তাঁর সামনে, যা তাঁকে আরও উন্নতমানের পরিচালক হতে সাহায্য করবে বলে মনে করেন সুমন৷
advertisement
এই মুহূর্তে প্যারিস রয়েছেন সুমন৷ সেখান থেকে কথা বলতে গিয়ে উচ্ছ্বাস নয়, অনেক বেশি শান্ত নবাগত পরিচালক৷ ইতিমধ্যেই বিজ্ঞাপন তৈরিতে হাত পাকিয়েছেন তিনি৷ তবে পূর্ণাঙ্গ ছবি হিসেবে এটাই প্রথম৷ ২০২২ থেকে কলকাতায় শুরু হবে তাঁর ছবির শ্যুটিং৷ এখনও পর্যন্ত ছবির জন্য কোনও শিল্পীকে বাছেননি তিনি৷ দুই বাংলা মিলিয়ে ছবির কাস্টিং হবে৷ তবে এখনও ছবির মুক্তি বা ডিস্ট্রবিউশন নিয়ে খুব বেশি ভাবেননি তিনি৷ সুমন চান, যেভাবে ছবির শুরুতে বিশ্বব্যাপী সাড়া পেয়েছেন তিনি, সেভাবে তাঁর ছবিও ছড়িয়ে পড়ুক বিভিন্ন প্রান্তে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি নবাগত বাঙালি পরিচালক সুমন সেনের, সঙ্গী অনুরাগ কাশ্যপ
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement