Jacqueline-Sukesh: 'আমার বেবি গার্ল-কাপকেক, সবসময় তোমাকে...!' জেল থেকে জ্যাকলিনের সিক্রেট ফাঁস সুকেশের, প্রেমপত্রর সঙ্গে পাঠালেন চমকপ্রদ উপহারও

Last Updated:

Jacqueline-Sukesh: বলিউড ডিভাকে ‘বেবি’, ‘কাপকেক’, ‘বোম্মা’ বলে আদুরে ডাকে সম্বোধনও করলেন সুকেশ। এখানেই শেষ নয়, প্রেমিকা জ্যাকলিনের নামে একটি তারার নামকরণ করেছেন বলেও জানালেন।

জেল থেকে জ্যাকলিনের সিক্রেট ফাঁস সুকেশের
জেল থেকে জ্যাকলিনের সিক্রেট ফাঁস সুকেশের
মুম্বই: জেল থেকে প্রেমিকা তথা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের উদ্দেশ্যে আরও একটি চিঠি লিখলেন অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। আর সেই চিঠির ছত্রে ছত্রে ফুটে উঠল এক প্রেমিক-এর আবেগ। বলিউড ডিভাকে ‘বেবি’, ‘কাপকেক’, ‘বোম্মা’ বলে আদুরে ডাকে সম্বোধনও করলেন সুকেশ। এখানেই শেষ নয়, প্রেমিকা জ্যাকলিনের নামে একটি তারার নামকরণ করেছেন বলেও জানালেন। এছাড়া কান ২০২৪-এ অভিনেত্রীর সাজগোজেরও প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে। বোঝাই যাচ্ছে যে, জেলে বসে থাকলেও প্রেমিকার সমস্ত কিছুর দিকেই নজর রয়েছে তাঁর।
কিন্তু সেই প্রেমপত্রে কী লিখেছেন সুকেশ? জ্যাকলিনের উদ্দেশ্যে তিনি লিখেছেন, “আমার বেবি গার্ল, জ্যাকলিন, বেবি প্রথমেই বলি তোমায় খুব মিস করছি। সুপার ক্রেজি, আমি আরও পাগলের মতো তোমার প্রেমে পড়ে যাচ্ছি। বেবি তুমি কানে গিয়ে তাক লাগিয়ে দিয়েছো। সেখানে সোনালি রঙে তুমি নজর কেড়েছো, সুপার ক্লাসি এবং সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন করেছিলে তুমি প্রিয়তমা। ফটোশ্যুটের ছবিগুলোও দেখার মতো ছিল। তুমি আবার আমার হৃদয় হরণ করলে, আমার কাপকেক।”
advertisement
advertisement
এখানেই শেষ নয়, সুকেশ আরও লিখেছেন, “বেবি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট রয়েছে আমার তরফ থেকে। আজ আমি তোমায় একটা তারা উপহার দিতে চাই, তোমার নামের একটা তারা। বেবি তুমি এখন সেই বিশেষ কিছু মানুষের তালিকায় রয়েছো, যাঁদের নামে আসল তারার নামকরণ হয়েছে। বেবি এটা তোমার প্রাপ্য, কারণ তুমি আমার কাছে আসল নক্ষত্র… বেবি এখন সারা বিশ্ব তোমার নক্ষত্র দেখবে। আর তোমার সেই তারা রয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল কনস্টেলেশন অফ লিও-তে।”
advertisement
এরপরেও সুকেশ বলে চলেন, “আমার আশা, এই ছোট্ট মিষ্টি উপহার তোমার ভাল লাগবে। বেবি আমি দিনে প্রায় ১০০ বার ‘ইম্মি ইম্মি’ শুনি। আর ভিডিও-য় যেটা দেখি সেটা হল, তুমি যখন ওই লাইনটা বলো, তখন তোমার চোখে আমার প্রতি প্রেম যেন ঝরে পড়ে।” সুকেশ আরও লিখেছেন, “বেবি তুমি জানো যে, আমি তোমায় স্পেশ্যাল ফিল করানোর জন্য সব কিছুই করতে পারি। সে পরিস্থিতি যা-ই হোক না কেন! আমার আশা, তুমি যখন এই চিঠিটা পড়বে, তখন আমায় মিস করবে। সেই সময় তোমায় খুবই মিষ্টি দেখাবে। আমি তোমায় পাগলের মতো ভালবাসি। আমায় ভালবাসার জন্য এবং আমায় শক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সব সময় তোমায় আমার আশপাশেই অনুভব করি। তোমায় মিস করছি বেবি। আর অপেক্ষা করে আছি। আমার বোম্মা.. তোমায় ভালবাসি।”
advertisement
প্রসঙ্গত, ২০০ কোটি টাকা তোলাবাজির মামলার আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে সুকেশের। বর্তমানে দিল্লির মান্দোলি জেলে রয়েছেন তিনি। সুকেশের দাবি, জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর। যদিও এই দাবি অস্বীকার করেছেন অভিনেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline-Sukesh: 'আমার বেবি গার্ল-কাপকেক, সবসময় তোমাকে...!' জেল থেকে জ্যাকলিনের সিক্রেট ফাঁস সুকেশের, প্রেমপত্রর সঙ্গে পাঠালেন চমকপ্রদ উপহারও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement