কলকাতা : ভয় কাটিয়ে থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্তদান করেছেন কিছু দিন আগেই ৷ এ বার ইয়াসতাণ্ডবে দুর্গতদের পাশে দাঁড়ালেন সুদীপ্তা চক্রবর্তী ৷ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর উদ্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে ঘূর্ণিঝড়ে বিধ্বস্তদের কাছে ৷ গত ৬ জুন থেকে শুরু হয়েছে ত্রাণ বিলি ৷ এই উদ্যোগে সুদীপ্তার পাশে আছে তাঁর অ্যাক্টিং অ্যাকাডেমিও ৷
ফেসবুকে সুদীপ্তা লেখেন, ‘সকলের সদিচ্ছায় বেশ কিছু জিনিসপত্র জোগাড় করতে পেরেছি । মা বলেন, দানকার্য্য দেখিয়ে করতে নেই। তাই লিস্টটা দিলাম না এখানে । যাঁরা অর্থ দিয়ে বা অন্যান্য ভাবে সাহায্য করেছেন, তাঁদের প্রত্যেককে আলাদা করে নিশ্চয়ই জানাবো ।’
পরিকল্পনামতোই ৬ জুন, রবিবার সকাল থেকে গোসাবায় ত্রাণবিলি শুরু করেন সুদীপ্তা এবং তাঁর সহযোগীরা ৷ তাঁরা একটি মেডিক্যাল ক্যাম্প খোলেন সোনার গাঁ এলাকায় ৷ সামাজিক মাধ্যমে সুদীপ্তা জানান, তাঁদের সঙ্গে ছিলেন একজন চিকিৎসক ও একজন নার্স ৷ চিকিৎসা শিবিরে শতাধিক লোকের কাছে তাঁরা পৌঁছে দেন ন্যূনতম চিকিৎসা পরিষেবা ৷
চিকিৎসা শিবিরের পাশাপাশি সুদীপ্তা ও তাঁর সহযোগীরা সোমবার ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছিলেন সুন্দরবনের অন্যান্য প্রত্যন্ত অংশেও ৷ পাখিরালয় জেটিতে পৌঁছে ওখান থেকে ভ্যানে করে তাঁরা গিয়েছিলেন জটিরামপুরে ৷ যাত্রাপথের ভিডিয়ো পরে ফেসবুকে শেয়ার করেছিলেন সুদীপ্তা ৷ জটিরামপুরে পৌঁছে তিনি কার্যত স্তম্ভিত হয়ে যান ৷ সেখানে আদিগন্ত জুড়ে চারদিকে শুধুই জল ৷ সামাজিক মাধ্যমে সুদীপ্তা লিখেছেন, ‘ইয়াসের এর ১৫ দিন পরেও মাইলের পর মাইল চাষ জমি জলের তলায়। ওখানকার মানুষগুলো জানে না, জল কবে নামবে, জমি আবার কবে চাষের উপযুক্ত হবে ৷’
সুদীপ্তা ও তাঁর সহযোগীদের ত্রাণপর্ব এখানেই শেষ নয় ৷ আগামী দিনেও তাঁরা আর্তদের পাশে দাঁড়াতে চান ৷ সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, ডোনেশন অ্যাকাউন্ট এখনই বন্ধ করছেন না তাঁরা ৷ কারণ জামাকাপড়, বই, খাতা, পেন্সিল, বিছানা, বালিশের মতো জিনিস আরও সংগ্রহ করতে চান ৷
ইয়াস পরবর্তী পরিস্থিতিতে দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই প্রয়াসের জন্য সুদীপ্তাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sudipta Chakraborty, Yaas