Sudipta Banerjee: শৈশবে কষ্টের সংসারে অপমানিত বাবার কান্না, মায়ের চাপা কষ্ট ভুলতে পারেন না অভিনেত্রী

Last Updated:

এখনও লড়াই করছেন ৷ লিখেছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)৷ বেশ কিছু বছর ধরে বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ৷ কিন্তু তারকা পরিচিতির পরও জীবনসংগ্রাম বন্ধ হয়নি ৷

কলকাতা : এখনও লড়াই করছেন ৷ লিখেছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)৷ বেশ কিছু বছর ধরে বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ৷ কিন্তু তারকা পরিচিতির পরও জীবনসংগ্রাম বন্ধ হয়নি ৷ পিতৃদিবসের পোস্টে সে কথাই লিখলেন অভিনেত্রী ৷
ফাদার্স ডে-তে তিনি ফিরে গিয়েছেন শৈশবে ৷ তাঁর কথায়, তিনি ছোটবেলাতেই বুঝতে পেরেছিলেন বাবার উপার্জন সীমিত ৷ সংসারের সব আর্থিক দায়িত্ব ছিল বাবার কাঁধেই ৷ কিন্তু বাবাকে কোনওদিন ক্লান্ত হতে দেখেননি ৷ তাঁদেরও চাহিদা ছিল সামান্য ৷ অল্পেই খুশি হওয়ার অভ্যাস ছিল সহজাত ৷ তাই সুদীপ্তা এবং তাঁর দাদা সপ্তাহে এক দিন মাংসভাত পেলেই খুশি হতেন ৷ দু’ তিন বছরে এক বার কাছেপিঠে কোথাও ঘুরতে গেলেই হাসি ফুটত মুখে ৷ নতুন পোশাকের মেয়াদও ছিল বছরে দু’বার ৷ এই ছোট ছোট চাওয়া পাওয়া ঘিরেই আবর্তিত হয়েছে তাঁদের ছোটবেলা ৷
advertisement
‘গ্রামের রানি বীণাপাণি’ ধারাবাহিকের খলনায়িকা ‘সংযুক্তা’-র আক্ষেপ, তাঁদের চারজনের ছোট্ট সংসারের অভাবে পাশে পাননি পরিজনদের ৷ মামাবাড়ি থেকে কিঞ্চিৎ স্নেহ পেয়েছেন বটে, কিন্তু প্রতিকূলতা পাড়ি দিতে হয়েছে তাঁদের একাই ৷
advertisement
কিন্তু জেঠুদের পরিবারের তরফে উড়ে আসা অবহেলা আর তাচ্ছিল্য এখনও তাড়া করে বেড়ায় অভিনেত্রীকে ৷ মনে পড়ে, তাঁর এক জেঠুর কথায় আপমানিত হয়ে বাড়ি ফিরে বাবা হাউ হাউ করে কেঁদেছিলেন ৷ মায়ের চাপা কষ্ট, চোখের কোণে জল—ভুলতে পারেন না অভিনেত্রী ৷ আজ, জীবনের এই পর্বে দাঁড়িয়ে সুদীপ্তার অনুভূতি, তিনি সফল হতে পেরেছেন কিনা, বাবা মাকে ভাল রাখতে পেরেছেন কিনা জানেন না, কিন্তু এই টুকু অন্তত জানেন কোনওদিন কারও কাছ থেকে হাত পেতে কিছু নেননি ৷
advertisement
‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকে মণিমল্লিকা চরিত্রে খলনায়িকা সুদীপা ছিলেন দর্শকদের অন্যতম আকর্ষণ ৷ পিতৃদিবসের বার্তার শেষে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘বাবা....আমি জানি তোমার ভালোবাসা আমি...তোমার ভরসা আমি...বাবা আমরা তোমার মত একজন সৎ মানুষ হতে পেরেছি ৷’’ প্রত্যয়ী সুদীপ্তা নিশ্চিত, জীবনযুদ্ধে তাঁরা জয়ী হবেনই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipta Banerjee: শৈশবে কষ্টের সংসারে অপমানিত বাবার কান্না, মায়ের চাপা কষ্ট ভুলতে পারেন না অভিনেত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement