Sudipa Chatterjee-Agnidev Chatterjee: তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় অগ্নিদেবকে! ‘কঠিন সময়ের মধ্যে যাচ্ছি’, বললেন সুদীপা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sudipa Chatterjee-Agnidev Chatterjee: সুদীপার সঙ্গে কথা বলে জানা গেল, নবমীর দিন থেকেই শরীর খুব খারাপ অগ্নিদেবের। সেদিন তাঁর কুকুরকে হারান তিনি। লক্ষ্মীপুজোর দিন নাকি অগ্নিদেব এতই অসুস্থ ছিলেন যে ছাদে উঠে ঠাকুর দেখতেও যেতে পারেননি।
কলকাতা: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। হাসপাতালে ভর্তি হলেন তাঁর স্বামী, পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়। আগামিকাল বাইপাস সার্জারি হবে তাঁর। নিউজ18 বাংলার সঙ্গে কথা বলার সময়ে সুদীপা জানালেন, ৪-৫ ঘণ্টার ওটি হবে অগ্নিদেবের।
সুদীপার মা অসুস্থ। কিছু দিন আগেই তিনি হাসপাতাল থেকে ফিরেছেন। অগ্নিদেব তাঁর পোষ্যকে হারালেন সম্প্রতি। সব মিলিয়ে সুদীপা ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপ্টায় একেবারে বিধ্বস্ত। সুদীপার কথায়, ‘‘আমি কিছু বুঝতে পারছি না, কেন এত কিছু হচ্ছে একসঙ্গে। আমার কোনও অনুভূতিই কাজ করছে না। এখন শুধু সকলকে বলছি, অগ্নির জন্য প্রার্থনা করুন।’’
advertisement
advertisement
সুদীপার সঙ্গে কথা বলে জানা গেল, নবমীর দিন থেকেই শরীর খুব খারাপ অগ্নিদেবের। সেদিন তাঁর কুকুরকে হারান তিনি। লক্ষ্মীপুজোর দিন নাকি অগ্নিদেব এতই অসুস্থ ছিলেন যে ছাদে উঠে ঠাকুর দেখতেও যেতে পারেননি।
কিন্তু ডাক্তার আর অপেক্ষা করতে চাননি বলেই ভর্তি করে দিয়েছেন হাসপাতালে। আগামিকালই অপারেশন হয়ে যাবে অগ্নিদেবের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 11:41 PM IST