Sudipa Chatterjee: ‘প্রথমে শাড়ি, তারপর গয়না, আর এখন ফুড ভ্লগিং’, ভিডিও পোস্ট করে ট্রোলের মুখে রান্নাঘরের সুদীপা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
তবে সম্প্রতি একটি ফাস্ট ফুডের দোকানের খোঁজ দিয়ে ট্রোলের মুখে রান্নাঘর খ্যাত সুদীপা।
পুজো আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ আর পুজোর সময় প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঠাকুর দেখার পাশাপাশি চলবে পেট পুজো৷ ভাল খাবার কোথায় পাওয়া যাচ্ছে সেই সন্ধান জানতে সকলেই উৎসাহী৷ তবে সম্প্রতি একটি ফাস্ট ফুডের দোকানের খোঁজ দিয়ে ট্রোলের মুখে রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়।
সম্প্রতি একটি চপ কাটলেটের দোকানের কথা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সুদীপা। তিনি চপ কাটলেটের ওই বিশেষ দোকানের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে সুদীপা বলেন, ‘দুর্গা পুজোয় প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি, খুব দরকার হয় চপ-কাটলেটের এক দারুণ ঠিকানার’। ভিডিওতে দোকানের খাওয়ারের বেশ প্রশংসা করেন সুদীপা। তবে এই কাজ করেই কটাক্ষের মুখে পড়েছেন সুদীপা৷
advertisement
advertisement
advertisement
ভিডিওর কমেন্টে একজন লেখেন,‘‘প্রথমে শাড়ি, তারপর গয়না। আর এখন ফুড ভ্লগিং। সাধারণ মানুষ কী করবে তাহলে। আর কী কী বাকি আছে লিস্ট করে দেব নাকি। সুবিধে হবে।’’ এক ব্যক্তি লিখেছেন, ‘অভিনয়, শাড়ির দোকান ছেড়ে এবার কি ফুড ভ্লগিংয়ের কাজ শুরু করছেন?’
কিছুদিন আগেই এক বিক্রির পোস্টও তুমুল ভাইরাল হয়৷ ১ লাখ টাকা দামের ঢাকাই জামদানি শাড়ি দেখিয়ে ছিলেন অভিনেত্রী৷ শাড়িটি বাংলাদেশের বলে উল্লেখ করেন। যদিও অনেকের দাবি, সুদীপা অনেক বেশি দাম নিচ্ছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 7:08 PM IST