বিবাহবার্ষিকীর আগেই পছন্দসই বিশেষ শাড়ি-গয়নায় সাজলেন সুদীপা

Last Updated:

বিবাহবার্ষিকীর আগেই বিশেষ শাড়ি-গয়না ৷ এল সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) কাছে ৷

কলকাতা : বিবাহবার্ষিকীর আগেই বিশেষ শাড়ি-গয়না ৷ এল সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) কাছে ৷ তিনি সাবেকি জিনিস পছন্দ করেন ৷ তাই উপহার পেয়েছেন লিনেনের শাড়ি৷ জামরঙা শাড়ির জমিন জুড়ে বেনারসি জরির ছোট ছোট কাজ ৷ সঙ্গে পরেছেন জরোয়ার কাজ করা সোনার ভারী নেকলেস ও ঝোলা দুল ৷ শাড়ি ও অলঙ্কা নির্মাতাদেরও ধন্যবাদ জানিয়েছেন সুদীপা ৷
প্রসঙ্গত গয়না নিয়েই কিছু দিন আগে চূড়ান্ত ট্রোলড হন তিনি ৷ নির্মলা মিশ্রর গয়না দেখে তৈরি করিয়েছিলেন ঝড়বাতি দুল ৷ সেটা পরে ছবি শেয়ার করেছিলেন৷ জনৈক নেটিজেন জানতে চেয়েছিলেন দুলজোড়া কি সোনার ? উত্তরে সুদীপা বলেছিলেন, তিনি ইমিটেশন পরেন না ৷ তাঁর এই জবাব অত্যন্ত রূঢ় বলে মনে হয়েছিল নেটিজেনদের ৷ সুদীপার দাবি, তিনি যখন প্রথমেই বলে দিয়েছেন, ঝাড়বাতি দুলজোড়া সোনার, তা হলে এই প্রশ্নগুলো উঠছে কেন?
advertisement
এর পর ট্রোলিং উড়িয়ে ফের সোনার গয়না পরে ছবি শেয়ার করেন সুদীপা ৷ তবে ডিপি-র জন্য বেছে নিয়েছেন রুপোর ভারী গয়না পরা ছবিই ৷ এর পরও অলঙ্কার সংক্রান্ত ট্রোলিং চলছেই ৷
advertisement
ট্রোলারদের পাশাপাশি এসেছে সুমন্তব্যও ৷ নেটিজেনদের বড় অংশ সুদীপাকে বলেছেন, ট্রোলিংকে গুরুত্ব না দিতে ৷
পর্দার শো-এর মতো সুদীপা সামাজিক মাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় ৷  নিয়মিত পোস্ট করেন তিনি ৷ কিছুদিন আগেই ফেসবুকে শেয়ার করেছিলেন তাঁর বিয়ের অপ্রকাশিত ছবি ৷ এক দশকেরও বেশি সময় আগে ৯ জুলাই পরিচালক প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন ৷ ঘরোয়া পরিবেশে সেই আনুষ্ঠানিক বিয়ের ছবি তিনি শেয়ার করেছিলেন ফেসবুকে ৷ পরে দু’জনের আইনি বিয়েও হয় ৷ দু’বার বিয়ের সঙ্গে দু’বার মধুচন্দ্রিমার ছবিও সুদীপা শেয়ার করেছিলেন ৷
advertisement
এর আগে ৯ জুলাই উপলক্ষে মনছোঁয়া আবেগী পোস্টও করেছিলেন তিনি ৷ এ বছর বিশেষ দিনের বেশ আগে থেকেই বিশেষ আবহ সুদীপার প্রোফাইলে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিবাহবার্ষিকীর আগেই পছন্দসই বিশেষ শাড়ি-গয়নায় সাজলেন সুদীপা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement