বিবাহবার্ষিকীর আগেই পছন্দসই বিশেষ শাড়ি-গয়নায় সাজলেন সুদীপা

Last Updated:

বিবাহবার্ষিকীর আগেই বিশেষ শাড়ি-গয়না ৷ এল সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) কাছে ৷

কলকাতা : বিবাহবার্ষিকীর আগেই বিশেষ শাড়ি-গয়না ৷ এল সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) কাছে ৷ তিনি সাবেকি জিনিস পছন্দ করেন ৷ তাই উপহার পেয়েছেন লিনেনের শাড়ি৷ জামরঙা শাড়ির জমিন জুড়ে বেনারসি জরির ছোট ছোট কাজ ৷ সঙ্গে পরেছেন জরোয়ার কাজ করা সোনার ভারী নেকলেস ও ঝোলা দুল ৷ শাড়ি ও অলঙ্কা নির্মাতাদেরও ধন্যবাদ জানিয়েছেন সুদীপা ৷
প্রসঙ্গত গয়না নিয়েই কিছু দিন আগে চূড়ান্ত ট্রোলড হন তিনি ৷ নির্মলা মিশ্রর গয়না দেখে তৈরি করিয়েছিলেন ঝড়বাতি দুল ৷ সেটা পরে ছবি শেয়ার করেছিলেন৷ জনৈক নেটিজেন জানতে চেয়েছিলেন দুলজোড়া কি সোনার ? উত্তরে সুদীপা বলেছিলেন, তিনি ইমিটেশন পরেন না ৷ তাঁর এই জবাব অত্যন্ত রূঢ় বলে মনে হয়েছিল নেটিজেনদের ৷ সুদীপার দাবি, তিনি যখন প্রথমেই বলে দিয়েছেন, ঝাড়বাতি দুলজোড়া সোনার, তা হলে এই প্রশ্নগুলো উঠছে কেন?
advertisement
এর পর ট্রোলিং উড়িয়ে ফের সোনার গয়না পরে ছবি শেয়ার করেন সুদীপা ৷ তবে ডিপি-র জন্য বেছে নিয়েছেন রুপোর ভারী গয়না পরা ছবিই ৷ এর পরও অলঙ্কার সংক্রান্ত ট্রোলিং চলছেই ৷
advertisement
ট্রোলারদের পাশাপাশি এসেছে সুমন্তব্যও ৷ নেটিজেনদের বড় অংশ সুদীপাকে বলেছেন, ট্রোলিংকে গুরুত্ব না দিতে ৷
পর্দার শো-এর মতো সুদীপা সামাজিক মাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় ৷  নিয়মিত পোস্ট করেন তিনি ৷ কিছুদিন আগেই ফেসবুকে শেয়ার করেছিলেন তাঁর বিয়ের অপ্রকাশিত ছবি ৷ এক দশকেরও বেশি সময় আগে ৯ জুলাই পরিচালক প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন ৷ ঘরোয়া পরিবেশে সেই আনুষ্ঠানিক বিয়ের ছবি তিনি শেয়ার করেছিলেন ফেসবুকে ৷ পরে দু’জনের আইনি বিয়েও হয় ৷ দু’বার বিয়ের সঙ্গে দু’বার মধুচন্দ্রিমার ছবিও সুদীপা শেয়ার করেছিলেন ৷
advertisement
এর আগে ৯ জুলাই উপলক্ষে মনছোঁয়া আবেগী পোস্টও করেছিলেন তিনি ৷ এ বছর বিশেষ দিনের বেশ আগে থেকেই বিশেষ আবহ সুদীপার প্রোফাইলে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিবাহবার্ষিকীর আগেই পছন্দসই বিশেষ শাড়ি-গয়নায় সাজলেন সুদীপা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement