রিসেপশনের অমূল্য মুহূর্ত এই দু’টি , সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার রাজ-শুভশ্রীর

Last Updated:
#কলকাতা: প্রেম, সম্পর্কের টানাপড়েন, হাজারো চাপানউতোরের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর ভালোবাসা এগিয়েছে সিনেমার মতো। তবে খোলা আকাশের এক ঝাঁক তারার নীচে যখন রাজ-শুভশ্রী একে অপরের চোখে চোখ রেখে শুভদৃষ্টি সারলেন, তখন বিয়েটাকে মনে হয় যেন রূপকথার মতোই।
ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়দের মাঝে রাজ-শুভশ্রী রেজিস্ট্রি সেরেছিলেন ৬ মার্চ। তার পর থেকেই চলছিল বিয়ের অনুষ্ঠান নিয়ে জল্পনা। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই শুভশ্রী স্বপ্নের জাল বুনেছেন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরুর এই দিনগুলো ঘিরে। সঙ্গ দিয়েছেন রাজও। তাই বিয়ে-বউভাতের অনুষ্ঠানে বাদ পড়েনি কিছুই। এমনকী রাজের আরবানার বাড়িতে নক্ষত্রখচিত রিসেপশন পার্টিও ছিল এ যাবৎকালের মধ্যে সব চাইতে সেরা ৷ টলিটাউন শেষ কবে এই ধরনের বিয়ের অনুষ্ঠান দেখেছিল মনে করতে গেলে স্মৃতি খানিক গোত্তা খায় বইকি!
advertisement
advertisement
বাওয়ালির রাজবাড়িতে এক্কেবার খাঁটি বাঙালি মতে নান্দীমুখ থেকে, গায়ে হলুদ ৷ রাতে জামাই বরণ থেকে সিঁদুরদান সবই হয়েছে নিখুঁতভাবে ৷ পরদিন চোখের জলে বাবার ঘর ছেড়ে ‘রাজ-বধূ’র ‘রাজ-বাড়ি’তে আগমন গোটা ঘটনার ছবি আর ভিডিও প্রত্যক্ষ করেছে এই দুই তারকার ভক্তকূল ৷ আরবানা জুড়ে রিসেপশনের জমকালো পার্টির ঝলকানি আর ফ্ল্যাশের ঝলক মিলে মিশে একাকার হয়ে গিয়েছে ৷ যার দিকে তাকিয়ে ছিল গোটা টলি পাড়া ৷
advertisement
তবে এই রিসেপশন পার্টিরই কিছু মুহূর্ত সারাটাজীবন রাজ আর রাজ-ঘরণীর মণিকোঠায় রয়ে যাবে সারাটাজীবন ৷ তাঁরা মনে করেন যে, কোনও অর্থ দিয়েই এই সুন্দর মুহূর্তটা কেনা যায় না ৷ সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত দু’টির ছবি শেয়ার করলেন রাজ ও শুভশ্রী ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিসেপশনের অমূল্য মুহূর্ত এই দু’টি , সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার রাজ-শুভশ্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement