রিসেপশনের অমূল্য মুহূর্ত এই দু’টি , সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার রাজ-শুভশ্রীর

Last Updated:
#কলকাতা: প্রেম, সম্পর্কের টানাপড়েন, হাজারো চাপানউতোরের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর ভালোবাসা এগিয়েছে সিনেমার মতো। তবে খোলা আকাশের এক ঝাঁক তারার নীচে যখন রাজ-শুভশ্রী একে অপরের চোখে চোখ রেখে শুভদৃষ্টি সারলেন, তখন বিয়েটাকে মনে হয় যেন রূপকথার মতোই।
ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়দের মাঝে রাজ-শুভশ্রী রেজিস্ট্রি সেরেছিলেন ৬ মার্চ। তার পর থেকেই চলছিল বিয়ের অনুষ্ঠান নিয়ে জল্পনা। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই শুভশ্রী স্বপ্নের জাল বুনেছেন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরুর এই দিনগুলো ঘিরে। সঙ্গ দিয়েছেন রাজও। তাই বিয়ে-বউভাতের অনুষ্ঠানে বাদ পড়েনি কিছুই। এমনকী রাজের আরবানার বাড়িতে নক্ষত্রখচিত রিসেপশন পার্টিও ছিল এ যাবৎকালের মধ্যে সব চাইতে সেরা ৷ টলিটাউন শেষ কবে এই ধরনের বিয়ের অনুষ্ঠান দেখেছিল মনে করতে গেলে স্মৃতি খানিক গোত্তা খায় বইকি!
advertisement
advertisement
বাওয়ালির রাজবাড়িতে এক্কেবার খাঁটি বাঙালি মতে নান্দীমুখ থেকে, গায়ে হলুদ ৷ রাতে জামাই বরণ থেকে সিঁদুরদান সবই হয়েছে নিখুঁতভাবে ৷ পরদিন চোখের জলে বাবার ঘর ছেড়ে ‘রাজ-বধূ’র ‘রাজ-বাড়ি’তে আগমন গোটা ঘটনার ছবি আর ভিডিও প্রত্যক্ষ করেছে এই দুই তারকার ভক্তকূল ৷ আরবানা জুড়ে রিসেপশনের জমকালো পার্টির ঝলকানি আর ফ্ল্যাশের ঝলক মিলে মিশে একাকার হয়ে গিয়েছে ৷ যার দিকে তাকিয়ে ছিল গোটা টলি পাড়া ৷
advertisement
তবে এই রিসেপশন পার্টিরই কিছু মুহূর্ত সারাটাজীবন রাজ আর রাজ-ঘরণীর মণিকোঠায় রয়ে যাবে সারাটাজীবন ৷ তাঁরা মনে করেন যে, কোনও অর্থ দিয়েই এই সুন্দর মুহূর্তটা কেনা যায় না ৷ সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত দু’টির ছবি শেয়ার করলেন রাজ ও শুভশ্রী ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিসেপশনের অমূল্য মুহূর্ত এই দু’টি , সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার রাজ-শুভশ্রীর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement