#মুম্বই: দেখতে দেখতে ৬ মাস পেরিয়েছে, রাজ-শুভশ্রীর ছোট্ট সিম্বা এখন 'বিগ বয়'! গুটিগুটি পায়ে চলছে হামাগুড়ি দেওয়া! খিলখিলিয়ে হাসি, বড়-বড় চোখ করে চারপাশ দেখা... ইউভানের হামাগুড়ি দেওয়ার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুভশ্রী! বলা বাহুল্য, টলিউডের স্টার কিডদের মধ্যে ইউভানের জনপ্রিয়তা তুঙ্গে! সেই প্রথম দিন থেকে রাজ-শুভশ্রী ছেলের বড় হয়ে ওঠার নানা ছবি-ভিডিও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, আর তা দেখতে রীতিমত ট্র্যাফিক জ্যাম শুরি হয় নেটপাড়ায়!
দেখুন ইউভানের হামাগুড়ির ভিডিও--
View this post on Instagram
ফেব্রুয়ারি মাসে ছিল টলিউডের মোস্ট হ্যান্ডসাম বয় ইউভান চক্রবর্তীর অন্নপ্রাশন। নৈহাটির হালিশহরে হয়েছিল ইউভানের অন্নপ্রাশনের অনুষ্ঠান। এদিন ইউভান এক্কেবারে বাঙালিবাবু, বাসন্তী রঙা পাঞ্জাবি আর সাদা ডিজাইনার ধুতিতে সেজে দাদু দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের কোলে বসে প্রথমবার ভাত খায় রাজশ্রীর ছোট্ট ইউভান। পাশে বসেছিলেন ঠাকুমা অর্থাৎ রাজ চক্রবর্তীর মা লীলা চক্রবর্তী। ভিডিওতে দেখা যায়, শাঁখের আওয়াজ সঙ্গে সঙ্গে মুহুর্মুহু উলুধ্বনি, তাতে অবশ্য একটুও ঘাবড়ায়নি ইউভান। কান্নাকাটিও করেনি। বরং, পুরো অনুষ্ঠানটাই উপভোগ করেছে তাড়িয়ে তাড়িয়ে। ছবিও তুলেছে সকলের সঙ্গে। বড় বড় চোখে দেখেছে অতিথিদের কর্মকাণ্ড। এ দিন পায়েস খাওয়ানোর আগে রীতি মেনে তার সামনে কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল গীতা, টাকা এবং পেন। ইউভানের একমাত্র মাসি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে শেয়ার করা ভিডিওতে ইউভানকে টাকা নিয়ে টানাটানি করতেই দেখা গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Yuvaan