Yuvan: ‘বাবার মতো দেখতে’, কানে ফুল নিয়ে আদুরে রাজ-পুত্রকে দেখে মত নেটিজেনদের

Last Updated:

মঙ্গলবার শুভশ্রী (Subhashree Ganguly) সামাজিক মাধ্যমে ইউভানের একটি আদুরে ভিডিয়ো পোস্ট করেছেন ৷

কলকাতা : দেখতে অবিকল বাবার মতো! এরকমই ধারণা নেটিজেনদের ৷ খুদে ইউভানকে দেখে ৷ মঙ্গলবার শুভশ্রী (Subhashree Ganguly) সামাজিক মাধ্যমে ইউভানের একটি আদুরে ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে বাগানের মধ্যে সাজুগুজু করে বসে আছে খুদে ইউভান (Yuvan) ৷ তার কানে টগর ফুল গোঁজা! বোঝাই যাচ্ছে ইউভান খুব খুশি ৷ হাত নেড়ে উচ্ছ্বসিত রাজ-পুত্র! তবে ভিডিয়োটি শব্দহীন ৷
ফুলবাবু ইউভানের ছবি দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ ইনস্টাগ্রাম ও ফেসবুকে খুদের ভিডিয়োর নীচে মন্তব্যের স্রোত ৷ নেটিজেনরা আদর ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন রাজ ও শুভশ্রীর ছেলেকে ৷ একাধিক সম্পর্কের ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর প্রেম ২০১৬ সালে ৷ দু’জনের বিয়ে তার দু বছর পরে ৷ ২০২০-র সেপ্টেম্বরে জন্ম ইউভানের ৷ জন্ম থেকেই নেটদুনিয়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু সে ৷ তাকে নিয়ে যে কোনও পোস্ট ভেসে যায় অনুরাগীদের মন্তব্যে ৷
advertisement
আপাতত স্বামী রাজ ও খুদে ইউভানকে ঘিরেই আবর্তিত হয় শুভশ্রীর সময় ৷ রাজের নির্বাচনী প্রচারেও সঙ্গী হয়েছিলেন তিনি ৷ ব্যারাকপুরের বিধায়ক হওয়ার পর রাজের ব্যস্ততা এখন তুঙ্গে ৷ এই তারকা বিধায়কের অবসরও জুড়ে থাকে খুদে ইউভান ৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যমণি এই তারকা পরিবার ৷ রাজ ও শুভশ্রী তো বটেই! সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় তাঁদের ছেলে ইউভানও ৷ অনেক নেটিজেন তো তাকে ‘টলিউডের তৈমুর’-ও বলেন !
advertisement
advertisement
কিছু মাস আগে শুভশ্রী ছবি শেয়ার করেছিলেন তৈমুরকে নিয়ে বৃক্ষরোপণ উৎসব পালন করার ৷ ছেলেকে কোলে বসিয়েই আটপৌরে বেশে গাছের চারা পুঁতছিলেন তিনি ৷ সেই ছবিও নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছিল ৷
শুধু ভালবাসা, ভাললাগার প্রতিক্রিয়া জানিয়েই থেমে যান না নেটিজেনরা ৷ খেয়াল রাখেন ইউভানের ভলমন্দেরও ৷ কিছু দিন আগে শুভশ্রী ছবি দিয়েছিলেন ঘুমন্ত ইউভানের ৷ দেখে নেটিজেনদের একাংশ শুভশ্রীকে বলেন, ঘুমন্ত শিশুর ছবি তুলতে নেই ৷ তিনি যেন ঘুমন্ত ইউভানের ছবি আর শেয়ার না করেন ৷ অনেকে প্রশ্ন করেন, শিশুর জন্য বড় বালিশ ব্যবহার করা নিয়েও ৷ শুভশ্রীকে মনে করিয়ে দেন, বাঙালি বাড়িতে শিশুদের জন্য সর্ষের বালিশ ব্যবহার করার পুরনো রীতিও ৷ সবমিলিয়ে, ছোট ইউভান এখন ভার্চুয়াল দুনিয়ায় নেটিজেনদের একান্ত আপন ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yuvan: ‘বাবার মতো দেখতে’, কানে ফুল নিয়ে আদুরে রাজ-পুত্রকে দেখে মত নেটিজেনদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement