Japan Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, ২৮-তলায় আটকে পড়েছিলেন সপুত্র 'বাহুবলী' পরিচালক, তারপর…

Last Updated:

Japan Earthquake: ছবিটিতে দেখা যাচ্ছে, স্মার্টওয়াচে এসেছে ভূমিকম্পের সতর্কবার্তা। ওই পোস্টে এসএস রাজামৌলি এবং প্রযোজক শোবু ইয়ারলাগাদ্দাকেও ট্যাগ করেছেন তিনি।

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, ২৮-তলায় আটকে পড়েছিলেন সপুত্র 'বাহুবলী' পরিচালক, তারপর…
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, ২৮-তলায় আটকে পড়েছিলেন সপুত্র 'বাহুবলী' পরিচালক, তারপর…
জাপান: সম্প্রতি ৫.৩ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। আর ঠিক সেই সময় ওই দেশেই ছিলেন ‘বাহুবলী’ পরিচালক এসএস রাজামৌলি এবং তাঁর পুত্র এসএস কার্তিকেয়। সেই অভিজ্ঞতার কথাই সকলের সামনে তুলে ধরলেন পরিচালকের পুত্র।
এক্স প্ল্যাটফর্ম (পূর্বে ট্যুইটার)-এ নিজের স্মার্টওয়াচের একটি ছবি শেয়ার করে ঘটনায় নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন কার্তিকেয়। ছবিটিতে দেখা যাচ্ছে, স্মার্টওয়াচে এসেছে ভূমিকম্পের সতর্কবার্তা। ওই পোস্টে এসএস রাজামৌলি এবং প্রযোজক শোবু ইয়ারলাগাদ্দাকেও ট্যাগ করেছেন তিনি। এসএস কার্তিকেয় জানান, যে সময়ে ভূমিকম্প হয়েছে, সেই সময় ‘আরআরআর’ ছবির টিম ছিল আঠাশ তলায়।
advertisement
advertisement
রাজামৌলি-পুত্র লিখেছেন, “এক্ষুণি জাপানে ভূকম্পন অনুভব করলাম। সেই সময় ২৮-তলায় ছিলাম। ধীরে ধীরে মেঝে কাঁপতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই অনুভব করলাম ভূমিকম্প হচ্ছে। আমি তো প্রায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু জাপানিরা দেখলাম একেবারেই বিচলিত হননি। তাঁরা কোথাও যাননি। মনে হচ্ছিল যেন বৃষ্টি নেমেছে!! ভূমিকম্পের অভিজ্ঞতার বাক্সে টিক পড়ল।”
advertisement
কার্তিকেয়র এই পোস্ট প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। যাতে তাঁরা নিরাপদে ভারতে ফিরতে পারেন, তার জন্য বহু ভক্তই প্রার্থনা করছেন। এক ভক্ত তো লিখেছেন, “আপনারা যে নিরাপদে আছেন, তা জেনে আমি আনন্দিত। কিন্তু ভূমিকম্পের পরে আফটার শকও হতে পারে। তাই দয়া করে আজকের দিনটা সতর্ক থাকুন।” অন্য এক ভক্তের কথায়, “আপনারা সুরক্ষিত জেনে ভাল লাগছে। তবে সতর্কতা বজায় রাখুন।” তৃতীয় এক ভক্ত লিখেছেন, “আপনারা সুরক্ষিত জেনে স্বস্তি পেলাম। বাকি সময়টা উপভোগ করুন।”
advertisement
প্রসঙ্গত, ‘আরআরআর’ ছবি এবং রাজামৌলি জাপান থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন। ‘আরআরআর’ ছবি মুক্তি পাওয়ার পরে বক্স অফিসে তা ব্যাপক সাফল্য লাভ করে। ভক্তরা রাজামৌলিকে প্রচুর ভালবাসা দিয়েছেন। সম্প্রতি ‘আরআরআর’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ের জন্য জাপানে পৌঁছেছেন রাজামৌলি, কার্তিকেয় এবং শোবু। ওই সফরে গিয়ে রাজামৌলির পরবর্তী ছবি ‘এসএসএমবি ২৯’ নিয়ে কিছু জরুরি আপডেটও শেয়ার করেন তাঁরা। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Japan Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, ২৮-তলায় আটকে পড়েছিলেন সপুত্র 'বাহুবলী' পরিচালক, তারপর…
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement