Home /News /entertainment /
Fathers Day 2020: মায়ের ট্যুইটারে বাবা সৃজিতকে ‘ফাদার্স ডে’ উইশ ছোট্ট আইরার

Fathers Day 2020: মায়ের ট্যুইটারে বাবা সৃজিতকে ‘ফাদার্স ডে’ উইশ ছোট্ট আইরার

Photo: Twitter

Photo: Twitter

বাবা-র জন্য একেবারে ভালাবাসা ঠাঁসা এক স্পেশাল ডে ৷ আর এই স্পেশাল ডে-তে মা মিথিলার ট্যুইটারকে সঙ্গী করেই বাবা সৃজিতকে ভালবাসা পাঠালেন ছোট্ট আইরা ৷

 • Share this:

  #কলকাতা: কখনও পাশাপাশি গভীর ঘুমে ৷ কখনও পিঠের ওপর চড়ে ঘোড়া ঘোড়া খেলা ৷ হোলির দিনে বাবার কাঁধে উঠে ছবির জন্য পোজ ৷ নিজের হোমওয়ার্কের খাতায় ঝট করে এঁকে ফেলা বাবার ছবি ! এক ট্যুইটেই যেন ‘আব্বু’র জন্য ভালবাসা ঢেলে দিল ছোট্ট আইরা ৷ আর তাঁকে এ কাজে সাহায্য করলেন সৃজিত পত্নী মিথিলা !

  আজ ফার্দাস ডে ৷ বাবা-র জন্য একেবারে ভালাবাসা ঠাঁসা এক স্পেশাল ডে ৷ আর এই স্পেশাল ডে-তে মা মিথিলার ট্যুইটারকে সঙ্গী করেই বাবা সৃজিতকে ভালবাসা পাঠালেন ছোট্ট আইরা  ৷ ছবির কোলাজে মিথিলার এই ট্যুইটে উঠে এল আইরা-সৃজিতের সুপারহিট বাবা-মেয়ের জুটি !

  মিথিলা ট্যুইট করে লিখলেন, ‘হ্যাপি ফাদার্স ডে আইরার আব্বু’!

  তবে শুধু মেয়ের হয়েই নয়, ট্যুইটে মিথিলা নিজের আব্বুকেও জানালেন ভালবাসা ৷ বাবার সঙ্গে তোলা ছবি করলেন ট্যুইট-

  Published by:Akash Misra
  First published:

  Tags: Fathers Day 2020

  পরবর্তী খবর