#কলকাতা: কখনও পাশাপাশি গভীর ঘুমে ৷ কখনও পিঠের ওপর চড়ে ঘোড়া ঘোড়া খেলা ৷ হোলির দিনে বাবার কাঁধে উঠে ছবির জন্য পোজ ৷ নিজের হোমওয়ার্কের খাতায় ঝট করে এঁকে ফেলা বাবার ছবি ! এক ট্যুইটেই যেন ‘আব্বু’র জন্য ভালবাসা ঢেলে দিল ছোট্ট আইরা ৷ আর তাঁকে এ কাজে সাহায্য করলেন সৃজিত পত্নী মিথিলা !
আজ ফার্দাস ডে ৷ বাবা-র জন্য একেবারে ভালাবাসা ঠাঁসা এক স্পেশাল ডে ৷ আর এই স্পেশাল ডে-তে মা মিথিলার ট্যুইটারকে সঙ্গী করেই বাবা সৃজিতকে ভালবাসা পাঠালেন ছোট্ট আইরা ৷ ছবির কোলাজে মিথিলার এই ট্যুইটে উঠে এল আইরা-সৃজিতের সুপারহিট বাবা-মেয়ের জুটি !
মিথিলা ট্যুইট করে লিখলেন, ‘হ্যাপি ফাদার্স ডে আইরার আব্বু’!
Happy father's day Ayrur Abbu ❤@srijitspeaketh pic.twitter.com/5HY8QTFnQC
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) June 20, 2020
তবে শুধু মেয়ের হয়েই নয়, ট্যুইটে মিথিলা নিজের আব্বুকেও জানালেন ভালবাসা ৷ বাবার সঙ্গে তোলা ছবি করলেন ট্যুইট-
Happy father's day to the world's coolest Dad! ❤#Abbu❤ pic.twitter.com/ISIaZ9NjU4
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) June 20, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fathers Day 2020