নায়ক হবেন সৃজিত, নায়িকা ঋতুপর্ণা
Last Updated:
ছিলেন ঋতুপর্ণার পরিচালক, এবার হতে চললেন ঋতুপর্ণার নায়ক ! আর পরিচালক হলেন চুর্ণী গঙ্গোপাধ্যায় ৷ ব্যাপারটা কি? ‘নির্বাসিত’ ছবির পর পরিচালক চুর্ণী গঙ্গোপাধ্যায় তৈরি করতে চলেছেন নতুন ছবি ‘তারিখ’ ৷ আর সেই ছবিতে ঋতুপর্ণার নায়ক হবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ তবে সৃজিতই নয়, ছবিতে সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায়ও ৷ চুর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’ ছবির গল্প মূলত এক নারীর জার্নি নিয়েই ৷
#কলকাতা: ছিলেন ঋতুপর্ণার পরিচালক, এবার হতে চললেন ঋতুপর্ণার নায়ক ! আর পরিচালক হলেন চুর্ণী গঙ্গোপাধ্যায় ৷ ব্যাপারটা কি? ‘নির্বাসিত’ ছবির পর পরিচালক চুর্ণী গঙ্গোপাধ্যায় তৈরি করতে চলেছেন নতুন ছবি ‘তারিখ’ ৷ আর সেই ছবিতে ঋতুপর্ণার নায়ক হবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ তবে সৃজিতই নয়, ছবিতে সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায়ও ৷ চুর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’ ছবির গল্প মূলত এক নারীর জার্নি নিয়েই ৷
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, ‘একদিকে সৃজিত, আরেকদিকে আবির ৷ আমার তো রাজকাহিনির কথা মনে পড়ে যাবে ৷ চুর্ণীর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল সেটা পূরণ হতে চলল ৷ ’ পরিচালক চূর্ণীর মতে, ‘এই ছবিতে এক নারীর জীবনে এগিয়ে চলার মধ্যে দিয়ে উঠে আসবে নানা গল্প ৷ যা কখনও আমাদের সমাজকে প্রশ্ন করবে ৷ আমার সমাজের কাছে কিছু উদাহরণও তুলে ধরবে ৷’ ছবিটির শ্যুটিং শুরু হবে মার্চ মাসে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2016 6:08 PM IST