হোম /খবর /বিনোদন /
রবীন্দ্রনাথ থেকে রামপ্রসাদ! মুকুটে নয়া পালক জুড়তেই ক্ষোভ উগরে দিলেন শ্রীজাত

Srijato: রবীন্দ্রনাথ থেকে রামপ্রসাদ! মুকুটে নয়া পালক জুড়তেই ক্ষোভ উগরে মুখ খুললেন শ্রীজাত

রবীন্দ্রনাথ থেকে রামপ্রসাদ! মুকুটে নয়া পালক জুড়তেই ক্ষোভ উগরে মুখ খুললেন শ্রীজাত

রবীন্দ্রনাথ থেকে রামপ্রসাদ! মুকুটে নয়া পালক জুড়তেই ক্ষোভ উগরে মুখ খুললেন শ্রীজাত

Srijato: একের পর এক পালক মুকুটে জুড়ছে শ্রীজাতর৷ সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে ক্ষোভ উগরে দিলেন শ্রীজাত৷

  • Share this:

কলকাতা:‘মন রে, কৃষিকাজ জানো না’ গান নিয়ে বিতর্ক চলছে শনিবার থেকেই৷ দিনকয়েক আগেই রবীন্দ্রজয়ন্তীর দিনে শ্রীজাতর লেখা গানে কবিগুরুর নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল৷ আবার রামপ্রসাদের লেখা গানের জন্য সেরা গীতিকার হিসেবে মনোনয়ন পেলেন তিনি৷ একের পর এক ঘটনায় তিনি নিজেও তিতিবিরক্ত৷ কিন্তু হচ্ছে টা কী তা নিজেও বুঝতে পারছেন না৷ একের পর এক পালক মুকুটে জুড়ছে শ্রীজাতর৷

২০-তম টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২৩-এর পক্ষ থেকে শ্রীজাতকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল৷ শ্রীজাতর মানবজমিন ছবির ‘মন রে, কৃষিকাজ জানো না’ গানটি গেয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং৷ এই গানের গীতিকার ও সুরকার সবটাই রামপ্রসাদের, যেখানে শ্রীজাতর কোনও ভূমিকা নেই৷ তবে টেলি সিনে অ্যাওয়ার্ড-এর মনোনয়ন পত্রে পুরো কৃতিত্বটাই পেয়েছেন শ্রীজাত৷ যা নিজেও মেনে নিতে পারছেন না কবি৷ এবার সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে ক্ষোভ উগরে দিলেন শ্রীজাত৷ কী লিখলেন কবি, দেখে নিন,

শ্রীজাত লেখেন, ‘মন রে, কৃষিকাজ জানো না’ –টেলি সিনে অ্যাওয়ার্ডস-এর তরফে এই গানটির জন্য সেরা গীতিকারের মনোনয়নপত্রটি যখন আমার ফোনে আসে, তখন আমি একটি বিজ্ঞাপনের কাজে ভীষণ ব্যস্ত। তাই কিছুক্ষণ খুলে দেখা হয়নি। পরে চিঠির প্রতিলিপি খুলে তুমুল অঘটনটি দেখামাত্র আমি চেষ্টা করি কোনওভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তা জানাতে। আমাদের ছবির প্রযোজক রাণা সরকার মারফত আমার সঙ্গে কথা হয় সংস্থার সাধারণ সম্পাদক মৃন্ময় কাঞ্জিলালের। তাঁকে আমি স্পষ্টতই জানাই, বিরাট আকারের এক ভ্রান্তি হয়ে গেছে তাঁদের তরফে এবং পুরস্কার তো অনেক পরের কথা, এই মনোনয়ন মেনে নেওয়াই আমার পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুন- একাধিক পুরুষের শয্যাসঙ্গী!ড্যানিয়েলকে বিয়ে করতে নারাজ ছিলেন সানি লিওন, কারণটা কী?

আরও পড়ুন-আবারও কাছাকাছি! পুরোনো তিক্ততা ভুলে আলিয়ার কাছে ফিরলেন নওয়াজ, তারপর…

সব শুনে তিনি ভুল স্বীকার করেন এবং জানান যে যত দ্রুত সম্ভব এই ত্রুটি সংশোধন করে নেওয়া হবে। ব্যক্তিগত স্তরে এই ঘটনার জন্য তিনি আমার কাছে দুঃখপ্রকাশ করেন। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় এই মনোনয়নপত্রের প্রতিলিপি ছড়িয়ে পড়েছে হু হু ক’রে। জানি না কীভাবে তা সম্ভব হলো, কিন্তু ইদানীং সবই সম্ভব। যাই হোক, ফলত বিষয়টি আলোচ্য হয়ে ওঠে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের এখানে কোনও বিষয়ই বেশিক্ষণ আলোচনার আওতায় থাকে না। ঠাট্টা, মশকরা ও ব্যক্তি-আক্রমণের স্তরে নেমে আসে। বিশেষত তার কেন্দ্রে যদি আমি থাকি। সারাদিন কাজের ব্যস্ততায় সংবাদমাধ্যমের বন্ধুদের ফোন ধরতে পারিনি, কিন্তু টের পাচ্ছিলাম, এ নিয়ে জল ঘোলা হচ্ছে। বহু রাতে বাড়ি ফিরে কিছু কিছু দেখলাম। ফেসবুকে নানান লেখা, হোয়াটসঅ্যাপের গ্রুপে গ্রুপেও ঘুরছে সেই চিঠির ছবি। আজকের দিনে সেটা অস্বাভাবিক নয়। কিন্তু একটা কথা আছে এখানে। রামপ্রসাদ সেনের গানের জন্য আমাকে মনোনীত করা যেমন বিস্ময়কর অজ্ঞানতা বা অসাবধানতার পরিচায়ক, তেমনই এই মনোনয়নের জন্য আমাকে আক্রমণ করাও অশিক্ষা ও অভব্যতার সামিল। প্রথমত, অনেকেই দেখলাম ধরে নিয়েছেন যে, এই পুরস্কার আমি পাচ্ছি ও গ্রহণ করছি। তাঁরা সম্ভবত মনোনয়ন এবং পুরস্কারের তফাতটুকুও জানেন না। এই দুয়ের মধ্যে কতগুলো পর্যায় আছে বা থাকতে পারে, তাও তাঁদের জানা নেই। এও জানেন না যে, মনোনয়ন ব্যক্তি-মানুষের গ্রহণ বর্জনের বাইরে। গ্রহণ বা বর্জনের বিষয় তখনই আসে, যখন কেউ পুরস্কৃত হন। নইলে নয়। তাই আমি কেন এই মনোনয়ন গ্রহণ করলাম, এ-প্রশ্ন ভিত্তিহীন। কিন্তু এই মনোনয়নের বিরোধ নিশ্চয়ই করা উচিত, যা আমি যথাস্থানে করেওছি।

সে যাক গে, যাঁরা যে-কোনও বিষয়ের কারিগরি দিকগুলি বিচার না-করেই ময়দানে নেমে পড়েন, তাঁদের নিয়ে ভাবার সময় আমার নেই। যেমন খতিয়ে দেখা বা পড়ার মতো বাজে সময় তাঁদেরও নেই, বদলে খেউড়ে অংশ নেবার মতো মহান কাজে নিবিষ্ট থাকতে হয়। দ্বিতীয়ত, বহু মানুষ, হয়তো ইচ্ছাকৃত ভাবেই, এই ঘটনার জন্য আমাকে দায়ী করছেন। এখন, দায়ী করলেই কেউ দায়ী হয়ে যায় না। সে তো মাঝেমধ্যে সিরিয়ায় বোম পড়ার জন্যেও ফেসবুকে আমিই দায়ী থাকি। সেটা কথা নয়। এতে বরং অভিযোগকারীদের অশিক্ষা ও উদ্দেশ্যই প্রকাশ পায়। তবু, স্পষ্ট করেই বলি, এই ঘটনায় আমার কোনও পূর্ব-ভূমিকা নেই। আছে কেবল বিরোধ প্রকাশ করে এই মনোনয়ন প্রত্যাহার করতে বলা। বহু সংখ্যক মানুষই লিখছেন, আমি কেন প্রতিবাদ করিনি এই মনোনয়নের (আবারও, পড়ুন, পুরস্কারের নয়)। সে-প্রশ্ন স্বাভাবিক নিশ্চয়ই। কিন্তু শনিবার কাজের বিরামের বিলাস যেহেতু জীবনে নেই, তাই ব্যস্ততার মাঝখানে কাজের ক্ষতি করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারিনি। যেখানে জানালে কাজ হবে, সেখানে জানিয়েছি। এবং কাজ হয়েছে। তাঁরা ওই একই ছবির অন্য একটি গানের জন্য আমাকে একটি মনোনয়নপত্র পাঠিয়েছেন (সে-ছবি এখানে রাখলাম)। তাতে যদিও এই মারাত্মক ভুল মুছে যায় না, সেটা নিশ্চিত তাঁরাও বোঝেন।

পুরস্কার প্রদানকারী সংস্থার তরফে বড় রকমের ত্রুটি হয়েছে এবং বিষয়টি প্রকাশে চলে আসায় তাঁদের উপর ঘটনার দায় বর্তেছে, যা স্বাভাবিক। তাঁরা এই দায় সরকারিভাবে ইতিমধ্যেই কোথাও স্বীকার করেছেন কিনা, আমার জানা নেই। জেনে খুব একটা লাভও নেই। আমি নিজে এই মনোনয়নের বিরোধিতা করেছি এবং তাতে কাজও হয়েছে, এটুকুই জানানোর ছিল। প্রযোজক রাণা সরকারও এই ভুলের বিরোধিতা করেছেন৷

Published by:Riya Das
First published:

Tags: Srijato, Viral Post