Srijit and Srijato: ‘কী করে পারেন এমন? এটা কী খেলা দাদা?’ সৃজিতের ক্রিকেটে শ্রীজাতর রসিকতা

Last Updated:

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay) ৷ বাঙালি মননের দুই দোসরের রসবোধে মজেছেন নেটিজেনরা ৷

কলকাতা : সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay) ৷ বাঙালি মননের দুই দোসরের রসবোধে মজেছেন নেটিজেনরা ৷
শুক্রবার বিকেলে সৃজিত একটি ছবি পোস্ট করেন ৷ জিন্স টি শার্ট পরা সৃজিত সে ছবিতে ব্যাটসম্যান ৷ গ্লাভস, প্যাড, ব্যাটের সঙ্গে মাথায় হেলমেট ৷ পিছনে দাঁড়িয়ে আছে তেকাঠি উইকেটও ৷ পরিচালকের শ্যেনদৃষ্টি শুধুই বলের দিকে ৷ ছবির ক্যাপশনে সৃজিত বলেছেন, ‘এক্স=প্রেম’ ছবি শ্যুটিঙের অবসরে তিনি একটু ক্রিকেট খেলছেন ৷
তাঁর দেওয়া ‘খেলা’ শব্দ নিয়েই শব্দের খেলা খেলেছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ৷ মন্তব্য বাক্সে জিজ্ঞাসা করেছেন, ‘‘কী করে পারেন এমন? এটা কী খেলা দাদা?’’ উত্তরে সৃজিত বলেছেন, ‘‘আপনি ছেড়ে দিন ৷ ফুটবল বা ব্যাগাটেল দেখুন ৷ সবার জন্য সব কিছু নয় ৷’’ কবিও কম যান না ৷ উত্তরে লিখেছেন, ‘আমরা তৃতীয় বিশ্বের খেটে খাওয়া মানুষ, কী করে বুঝব বলুন।’ তাঁদের রসিকতায় সামিল নেটিজেনরাও ৷
advertisement
advertisement
প্রসঙ্গত আগামীতে সৃজিত-শ্রীজাত যুগলবন্দি দেখা যাবে পর্দাতেও ৷ শ্রীজাতর ছবি ‘মানবজমিন’-এ অভিনয় করছেন সৃজিত ৷ সে খবর ফেসবুক (FACEBOOK)-এ জানিয়েছেন প্রযোজক রানা সরকার ৷ লিখেছেন, নায়ক নায়িকা চূড়ান্ত হওয়ার আগেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ছবিতে এক বিশেষ ভূমিকায় অভিনেতা নির্বাচন হয়ে গিয়েছে ৷ শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত ৷ অগাস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু শ্যুটিং ৷ এর আগে সৃজিতের পরিচালনায় ‘জুলফিকর’-এ অভিনয় করেছেন শ্রীজাত ৷ তাঁর অভিনীত চরিত্র ‘ত্রিভুবন গুপ্ত’ ছিল ‘জুলিয়াস সিজার’-এর ত্রেবোনিয়াসের অনুসরণে ৷ সেই প্রসঙ্গ টেনে রানা সরকারের প্রশ্ন, তবে কি জুলফিকরের বদলা নেবেন কবি?
advertisement
শ্রীজাত-র ‘মানবজমিন’-এর প্রযোজক রানা সরকার ৷ ছবির গল্পের সঙ্গে শ্রীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘মানবজমিন’ উপন্যাসের অবশ্য কোনও সম্পর্ক নেই ৷ পরিচালনা, গল্পের পাশাপাশি শ্রীজাত তাঁর প্রথম ছবির গানও লিখছেন ৷ সুর দেবেন জয় সরকার ৷ তাঁদের প্রস্তুতির ছবিও ইতিমধ্যেই দেখেছেন নেটিজেনরা ৷
কবির ‘মানবজমিন’-এর অপেক্ষায় দর্শকরা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit and Srijato: ‘কী করে পারেন এমন? এটা কী খেলা দাদা?’ সৃজিতের ক্রিকেটে শ্রীজাতর রসিকতা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement