Srijit and Srijato: ‘কী করে পারেন এমন? এটা কী খেলা দাদা?’ সৃজিতের ক্রিকেটে শ্রীজাতর রসিকতা

Last Updated:

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay) ৷ বাঙালি মননের দুই দোসরের রসবোধে মজেছেন নেটিজেনরা ৷

কলকাতা : সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay) ৷ বাঙালি মননের দুই দোসরের রসবোধে মজেছেন নেটিজেনরা ৷
শুক্রবার বিকেলে সৃজিত একটি ছবি পোস্ট করেন ৷ জিন্স টি শার্ট পরা সৃজিত সে ছবিতে ব্যাটসম্যান ৷ গ্লাভস, প্যাড, ব্যাটের সঙ্গে মাথায় হেলমেট ৷ পিছনে দাঁড়িয়ে আছে তেকাঠি উইকেটও ৷ পরিচালকের শ্যেনদৃষ্টি শুধুই বলের দিকে ৷ ছবির ক্যাপশনে সৃজিত বলেছেন, ‘এক্স=প্রেম’ ছবি শ্যুটিঙের অবসরে তিনি একটু ক্রিকেট খেলছেন ৷
তাঁর দেওয়া ‘খেলা’ শব্দ নিয়েই শব্দের খেলা খেলেছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ৷ মন্তব্য বাক্সে জিজ্ঞাসা করেছেন, ‘‘কী করে পারেন এমন? এটা কী খেলা দাদা?’’ উত্তরে সৃজিত বলেছেন, ‘‘আপনি ছেড়ে দিন ৷ ফুটবল বা ব্যাগাটেল দেখুন ৷ সবার জন্য সব কিছু নয় ৷’’ কবিও কম যান না ৷ উত্তরে লিখেছেন, ‘আমরা তৃতীয় বিশ্বের খেটে খাওয়া মানুষ, কী করে বুঝব বলুন।’ তাঁদের রসিকতায় সামিল নেটিজেনরাও ৷
advertisement
advertisement
প্রসঙ্গত আগামীতে সৃজিত-শ্রীজাত যুগলবন্দি দেখা যাবে পর্দাতেও ৷ শ্রীজাতর ছবি ‘মানবজমিন’-এ অভিনয় করছেন সৃজিত ৷ সে খবর ফেসবুক (FACEBOOK)-এ জানিয়েছেন প্রযোজক রানা সরকার ৷ লিখেছেন, নায়ক নায়িকা চূড়ান্ত হওয়ার আগেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ছবিতে এক বিশেষ ভূমিকায় অভিনেতা নির্বাচন হয়ে গিয়েছে ৷ শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত ৷ অগাস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু শ্যুটিং ৷ এর আগে সৃজিতের পরিচালনায় ‘জুলফিকর’-এ অভিনয় করেছেন শ্রীজাত ৷ তাঁর অভিনীত চরিত্র ‘ত্রিভুবন গুপ্ত’ ছিল ‘জুলিয়াস সিজার’-এর ত্রেবোনিয়াসের অনুসরণে ৷ সেই প্রসঙ্গ টেনে রানা সরকারের প্রশ্ন, তবে কি জুলফিকরের বদলা নেবেন কবি?
advertisement
শ্রীজাত-র ‘মানবজমিন’-এর প্রযোজক রানা সরকার ৷ ছবির গল্পের সঙ্গে শ্রীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘মানবজমিন’ উপন্যাসের অবশ্য কোনও সম্পর্ক নেই ৷ পরিচালনা, গল্পের পাশাপাশি শ্রীজাত তাঁর প্রথম ছবির গানও লিখছেন ৷ সুর দেবেন জয় সরকার ৷ তাঁদের প্রস্তুতির ছবিও ইতিমধ্যেই দেখেছেন নেটিজেনরা ৷
কবির ‘মানবজমিন’-এর অপেক্ষায় দর্শকরা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit and Srijato: ‘কী করে পারেন এমন? এটা কী খেলা দাদা?’ সৃজিতের ক্রিকেটে শ্রীজাতর রসিকতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement