‘ইংলিশ ভিংলিশ’-এর অভিনেত্রী সুজাতা কুমার প্রয়াত
Last Updated:
#মুম্বই: অবশেষে হেরেই গেলেন তিনি। ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে আত্মসমর্পণ করলেন অভিনেত্রী সুজাতা কুমার। ২০১২ সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবি 'ইংলিশ ভিংলিশ'-এ শ্রীদেবীর বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তাঁর মৃত্যুসংবাদ ট্যুইট করে জানান তাঁর বোন অভিনেত্রী-গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি।
গত ফেব্রুয়ারিতে আচমকাই প্রয়াত হয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। এ বার চলে গেলেন ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে তাঁর সহ অভিনেত্রী সুজাতা কুমার।
স্টেজ ফোর ক্যাটাগরির ক্যান্সার ছিল সুজাতা কুমারের। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর অবস্থার অবনতি এবং শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে। ১৯ আগস্ট রাত ১১টা ২৬ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে ট্যুইটে জানান সুচিত্রা।
advertisement
advertisement
'ইংলিশ ভিংলিশ' ছাড়াও করণ জোহরের 'গোরি তেরে পেয়ার মে', আনন্দ এল রাইয়ের 'রঞ্ঝনা', সঞ্জয় লীলা বনশালীর 'গুজারিশ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বেশ কয়েকটি টিভি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2018 1:15 PM IST