আমেরিকায় মধুচক্র চালানোর প্রস্তাব দেওয়া হয়েছিল আমাকেও, বিস্ফোরক মন্তব্য শ্রী রেড্ডির

Last Updated:
#হায়দরাবাদ: কিছুদিন আগে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি ৷ আর সে সময় প্রতিবাদ জানাতে জনসমক্ষে পোশাক খুলে সোচ্চার হয়েছিলেন এই অভিনেত্রী ৷ আঙুল তুলেছিলেন নামী তেলুগু অভিনেতা প্রযোজকদের বিরুদ্ধে। সে সময় তিনি অভিযোগ জানান, এরা তাকে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।
এবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে সেক্স র‌্যাকেটের সঙ্গে দক্ষিণী অভিনেত্রীদের যোগ থাকার খবর উঠে আসা নিয়ে মুখ খুললেন শ্রী রেড্ডি। শ্রী রেড্ডি জানান, তাঁকেও এই সেক্স র‌্যাকেটের আসরে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছিল অভিযুক্ত দম্পতি।
উল্লেখ্য, শিকাগোতে এই হাইপ্রোফাইল সেক্স র‌্যাকেটের ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে দক্ষিণী প্রযোজক মগুদুমিদি কিষাণ ও তার স্ত্রী চন্দ্রার বিরুদ্ধে। সেক্স র‌্যাকেটের বিষয়ে মুখ খুলে শ্রী রেড্ডি জানান, এই দম্পতি ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন করত। প্রতি অভিনেত্রীকে ১০০০ থেকে ১০০০০ ডলার দেওয়া হত বলে দাবি শ্রী রেড্ডির।
advertisement
advertisement
শিকাগো পুলিশের দাবি, হায়দরাবাদ থেকে মার্কিন মুলুকে এই অভিনেত্রীদের দেহ ব্যবসার কাজের জন্য় পাঠানো হত বলে খবর। এর সঙ্গে যোগ রয়েছে সন্দেহে হায়দরাবাদের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ এই ব্যক্তি অভিনেত্রীদের ছবি বিকৃতভাবে পোস্ট করত অনলাইন ডেটিং সাইটে। জানা যাচ্ছে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিকাগোতে তলব করা হতে পারে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির এক নামী অভিনেত্রীকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমেরিকায় মধুচক্র চালানোর প্রস্তাব দেওয়া হয়েছিল আমাকেও, বিস্ফোরক মন্তব্য শ্রী রেড্ডির
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement