অশ্লীল চ্যাট ফাঁস করলেন অভিনেত্রী, কাঠগড়ায় প্রযোজক !

Last Updated:

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কার্যত নিষিদ্ধ হয়েছেন অভিনেত্রী শ্রী রেড্ডি ৷ বাতিল হয়েছে তাঁর ইন্ডাস্ট্রির মেম্বারশিপ ৷ আর তার পর থেকেই যেন নতুন করে প্রতিবাদী হয়ে উঠলেন শ্রী !

#কেরল:  তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কার্যত নিষিদ্ধ হয়েছেন অভিনেত্রী শ্রী রেড্ডি ৷ বাতিল হয়েছে তাঁর ইন্ডাস্ট্রির মেম্বারশিপ ৷ আর তার পর থেকেই যেন নতুন করে প্রতিবাদী হয়ে উঠলেন শ্রী ! প্রথমে প্রযোজক শেখর কামমুলা, গায়ক শ্রীরাম চন্দ্র, ইউটিউব স্টার ভিভা হর্ষ এবং সুরেশ বাবু ছেলে অভিরাম ডগ্গুবাতির বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন ৷ শুধু অভিযোগই নয়, ফাঁস করেছেন অভিরামের সঙ্গে ব্যক্তিগত কিছু ছবিও ৷ শ্রী রেড্ডি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘স্টুডিওতে জোর করে যৌনতায় লিপ্ত হয়েছিলেন অভিরাম ৷ ’
আর এবার শ্রী রেড্ডি ফাঁস করলেন তেলেগু ছবির পরিচালক কোনা ভেক্টটের অশ্লীল চ্যাট ! টলিউড.নেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, শ্রী রেড্ডি ফাঁস করেছেন হোয়াটসঅ্যাপের একটি চ্যাট !
Photo Credit: Tollywood.net Photo Credit: Tollywood.net
advertisement
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ হয়েই চলেছে ৷ এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে হায়দরাবাদে তেলুগু ফিল্ম চেম্বারের সামনে পোশাক খুলে বিক্ষোভ তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি ৷ তেলুগু অভিনেত্রীর এ হেন প্রতিবাদের বহরে হইচই পড়ে যায় এলাকায় ৷
advertisement
তাঁর আরও অভিযোগ, তাঁকে কুরুচিকর প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ বলা হয়েছিল, অভিনেত্রী যদি তাঁর আপত্তিকর ছবি এবং ভিডিও পাঠায় তবেই তাঁকে ছবিতে অভিনয় করার সুযোগ দেওয়া হবে ৷ নতুন অভিনেতা-অভিনেত্রীদের সুযোগ দেওয়ার নাম করে তাঁদের সঙ্গে নোংরামো করার চেষ্টা করছেন যে সব মানুষজন তাঁদের নামও ফাঁস করে দেওয়ার হুমকি দেন শ্রী ৷
advertisement
জানা গিয়েছে, এ দিন সকালে অভিনেত্রী ভারতীয় পোশাকে তেলুগু ফিল্ম চেম্বারের সামনে এসে হাজির হন ৷ এবং বিক্ষোভ দেখাতে দেখাতেই ক্যামেরার সামনেই পোশাক খুলে ফেলতে থাকেন ৷ তাঁকে কেন তেলুগু ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে না, এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ একই সঙ্গে তেলুগু ফিল্ম চেম্বারের সদস্যপদের দাবিও জানান ৷ ঘটনাস্থনে হাজির হয় স্থানীয় থানার পুলিশ ৷ অভিনেত্রীকে আপাতত পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অশ্লীল চ্যাট ফাঁস করলেন অভিনেত্রী, কাঠগড়ায় প্রযোজক !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement