Sreemoyee Chattoraj Wedding: কান্নাভেজা চোখে শ্রীময়ীর কনকাঞ্জলি, দুধেআলতায় পা, কা‍ঞ্চনের হাত ধরে তাঁর নতুন ঠিকানায় প্রবেশ

Last Updated:

Sreemoyee Chattoraj Wedding: ওই ভিডিওতে দেখা যাচ্ছে লাল বেনারসি, সোনার গয়না, শোলার মুকুটে সজ্জিত শ্রীময়ী তাঁর স্বামী কাঞ্চনের হাত ধরে গাড়িতে উঠলেন।

সফল নবজীবনে গড়তে বদ্ধপরিকর নবদম্পতি
সফল নবজীবনে গড়তে বদ্ধপরিকর নবদম্পতি
কলকাতা : শ্রীময়ী এবং কাঞ্চনের বিয়ের ছবি, ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বহু চর্চিত ও আলোচিত। সদ্য বিবাহিতা অভিনেত্রী তো নিজের প্রোফাইলে শেয়ার করেইছেন। আরও অনেকেই তাঁদের বিয়ের ছবি পোস্ট করেছেন। জানিয়েছেন শুভেচ্ছা।
আইবুড়ো ভাত, মেহেন্দি থেকে শুরু করে বিয়ের প্রতিটি আচার অনুষ্ঠান ফ্রেমবন্দি করেছেন শ্রীময়ী। সম্প্রতি আলোকচিত্রীর সংস্থার তরফে তাঁদের পেজে পোস্ট করা হয়েছে শ্রীময়ীর কনকাঞ্জলি মুহূর্ত। অর্থা‍ত যখন তিনি বিয়ের পর নিজের পুরনো বাড়ি ছেড়ে স্বামীর সঙ্গে রওনা হচ্ছেন নতুন ঠিকানার গন্তব্যে, তার আগে পিছনে ফিরে মায়ের পাতা আঁচলে ছুড়ে দিচ্ছেন খই। বলা হয়, এই রীতিতে বাপের বাড়ির ঋণ শোধ করে দেন নব পরিণীতা।
advertisement
advertisement
ওই ভিডিওতে দেখা যাচ্ছে লাল বেনারসি, সোনার গয়না, শোলার মুকুটে সজ্জিত শ্রীময়ী তাঁর স্বামী কাঞ্চনের হাত ধরে গাড়িতে উঠলেন। এসে পৌঁছলেন নতুন ঠিকানায়। বরণপর্ব, দুধে আলতার পাথারে আলতাপরা পা রেখে প্রবেশ, আশীর্বাদের পর হল নতুন বরকনকে ঘিরে স্ত্রী আচার। রান্নাঘরে গিয়ে শ্রীময়ী দেখলেন তাঁর নতুন সংসার সব কিছুতে পরিপূর্ণ।
advertisement
প্রসঙ্গত জানুয়ারিতে দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয় অভিনেতা তথা বিধায়ক কাঞ্চনের। তার পর শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সারেন ১৪ ফেব্রুয়ারি। সোশ্যাল মিডিয়ায় নিজের নামের সঙ্গে কাঞ্চনের পদবি জুড়েছেন শ্রীময়ী। তিনি এখন শ্রীময়ী চট্টরাজ মল্লিক। কাঞ্চন শ্রীময়ীর বয়সের পার্থক্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রোলিং। কিন্তু সে সব উড়িয়ে সফল নবজীবনে গড়তে বদ্ধপরিকর নবদম্পতি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sreemoyee Chattoraj Wedding: কান্নাভেজা চোখে শ্রীময়ীর কনকাঞ্জলি, দুধেআলতায় পা, কা‍ঞ্চনের হাত ধরে তাঁর নতুন ঠিকানায় প্রবেশ
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement