‘রেড ভলান্টিয়ার্স’ নিয়ে রাজ চক্রবর্তীকে তোপ থেকে কবিপক্ষের সাজ, ফেসবুকে বর্ণময় শ্রীলেখা

Last Updated:

ব্যারাকপুরের নতুন বিধায়কের এই মন্তব্যেই চটেছেন শ্রীলেখা ৷ অভিনেত্রী লিখেছেন, ‘ এটা কী বললেন রাজ চক্রবর্তী? এতো অহংবোধ কিন্তু ভাল ঠেকল না ৷ ’

টলিউডের গতানুগতিক প্রবাহে তিনি গা ভাসাননি ৷ কিছুটা উজান স্রোতে পাড়ি দিয়ে সক্রিয়ভাবে সমর্থন করেছেন বামফ্রন্ট তথা সংযুক্ত মোর্চাকে ৷ নির্বাচনের ফল বামশূন্য হয়ে যাওয়ার পরেও শ্রীলেখা মিত্র সক্রিয় তাঁর অবস্থানে ৷ নিজের ফেসবুকের পাতায় পোস্ট করছেন রেড ভলান্টিয়ার্সদের কাজ নিয়ে ৷ সেখানেই শ্রীলেখা সরাসরি আক্রমণ করেছেন রাজ চক্রবর্তীকে ৷
সম্প্রতি বৈদ্যুতিন মাধ্যমে রাজ সমালোচনা করেছেন রেড ভলান্টিয়ার্সদের ৷ বাম ছাত্র ও যুবশাখার এই সংগঠন প্রথম থেকেই অতিমারিতে ঝাঁপিয়ে পড়ে কাজ করছে ৷ কিন্তু রাজের মতে, লাল দলের স্বেচ্ছাসেবীদের আসলে কোনও কাজ নেই ৷ তাঁরা রাস্তায় থেকে সবসময় কাজ দেখতে চান ৷
টালিগঞ্জের ব্যস্ত পরিচালক প্রযোজক তথা সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়কের দাবি শুধু রেড ভলান্টিয়ার্স নয় ৷ অতিমারিতে কাজ করছেন তাঁরাও ৷ তাঁরা পথে নেমে সকলকে দেখান না ৷ কাজ করছেন তিনি নিজেও, জনিয়েছেন রাজ ৷ তবে তিনি নেটমাধ্যমে ফোন নম্বর শেয়ার করেন না ৷ বরং, যেখানে প্রয়োজন তিনি ফোন করে নেন ৷
advertisement
advertisement
ব্যারাকপুরের নতুন বিধায়কের এই মন্তব্যেই চটেছেন শ্রীলেখা ৷ অভিনেত্রী লিখেছেন, ‘ এটা কী বললেন রাজ চক্রবর্তী? এতো অহংবোধ কিন্তু ভাল ঠেকল না ৷ ’ রাজের প্রতি শ্রীলেখার পরামর্শ, তিনি যেন বিধায়ক হয়ে উদাহরণ স্থাপন করতে পারেন কাজের মাধ্যমে ৷ রেড ভলান্টিয়ার্সদের নাম না করে শ্রীলেখার মন্তব্য, যাঁরা শূন্য হয়েও মানুষের পাশে আছেন, তাঁদের যেন রাজ অপমান না করেন ৷ মানুষ তবে ক্ষমা করবেন না ৷
advertisement
সামাজিক মাধ্যমে শ্রীলেখা প্রথম থেকেই জনপ্রিয় ৷ ইন্ডাস্ট্রির পাশাপাশি নিজের স্পষ্ট বক্তা ভাবমূর্তি ধরে রেখেছেন নেটমাধ্যমেও ৷ তির্যক মন্তব্যের উত্তর তিনিও দেন সপাট ও শানিত ব্যঙ্গেই ৷
তবে শুধু রাজনৈতিক পোস্টই নয় ৷ সামাজিক বিভিন্ন সমস্যায় সরব হন শ্রীলেখা ৷ তাঁর প্রতিবাদের বড় অংশ জুড়ে আছে পশুদের প্রতি নির্যাতনের সমস্যাও ৷
advertisement
সমস্যার পাশাপাশি নিজের প্রোফাইলে হাল্কা মুহূর্ত তৈরি করতেও তিনি জুড়িহীন ৷ বিভিন্ন পার্বণ ও উৎসবেও তাঁর পোস্ট ভেসে যায় শুভেচ্ছাবার্তায় ৷ মাতৃদিবসে তিনি পোস্ট করেছেন মা ও মেয়ের সঙ্গে নিজের ছবি ৷
তবে রবীন্দ্রজয়ন্তীর পোস্ট কিছুটা বিলম্বিত তাঁর প্রোফাইলে ৷ নিজেই বলেছেন, আলসেমি কাটিয়ে অবশেষে কবিপ্রণামের আয়োজন করেছেন তিনি৷ ছবি দিয়েছেন তাঁর নৃত্যসজ্জার ৷ তাঁর নাচ অবশ্য দেখা যাবে নির্দিষ্ট ইউটিউব চ্যানেলেই ৷ লালপাড় সাদা শাড়ি, মাথায় জুঁইয়ের মালা, সঙ্গে নাকে সনাতনী মরাঠি বড় নথ  ৷ নাচের সাজে শ্রীলেখার ছবি ঘিরেও উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘রেড ভলান্টিয়ার্স’ নিয়ে রাজ চক্রবর্তীকে তোপ থেকে কবিপক্ষের সাজ, ফেসবুকে বর্ণময় শ্রীলেখা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement