‘রেড ভলান্টিয়ার্স’ নিয়ে রাজ চক্রবর্তীকে তোপ থেকে কবিপক্ষের সাজ, ফেসবুকে বর্ণময় শ্রীলেখা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ব্যারাকপুরের নতুন বিধায়কের এই মন্তব্যেই চটেছেন শ্রীলেখা ৷ অভিনেত্রী লিখেছেন, ‘ এটা কী বললেন রাজ চক্রবর্তী? এতো অহংবোধ কিন্তু ভাল ঠেকল না ৷ ’
টলিউডের গতানুগতিক প্রবাহে তিনি গা ভাসাননি ৷ কিছুটা উজান স্রোতে পাড়ি দিয়ে সক্রিয়ভাবে সমর্থন করেছেন বামফ্রন্ট তথা সংযুক্ত মোর্চাকে ৷ নির্বাচনের ফল বামশূন্য হয়ে যাওয়ার পরেও শ্রীলেখা মিত্র সক্রিয় তাঁর অবস্থানে ৷ নিজের ফেসবুকের পাতায় পোস্ট করছেন রেড ভলান্টিয়ার্সদের কাজ নিয়ে ৷ সেখানেই শ্রীলেখা সরাসরি আক্রমণ করেছেন রাজ চক্রবর্তীকে ৷
সম্প্রতি বৈদ্যুতিন মাধ্যমে রাজ সমালোচনা করেছেন রেড ভলান্টিয়ার্সদের ৷ বাম ছাত্র ও যুবশাখার এই সংগঠন প্রথম থেকেই অতিমারিতে ঝাঁপিয়ে পড়ে কাজ করছে ৷ কিন্তু রাজের মতে, লাল দলের স্বেচ্ছাসেবীদের আসলে কোনও কাজ নেই ৷ তাঁরা রাস্তায় থেকে সবসময় কাজ দেখতে চান ৷
টালিগঞ্জের ব্যস্ত পরিচালক প্রযোজক তথা সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়কের দাবি শুধু রেড ভলান্টিয়ার্স নয় ৷ অতিমারিতে কাজ করছেন তাঁরাও ৷ তাঁরা পথে নেমে সকলকে দেখান না ৷ কাজ করছেন তিনি নিজেও, জনিয়েছেন রাজ ৷ তবে তিনি নেটমাধ্যমে ফোন নম্বর শেয়ার করেন না ৷ বরং, যেখানে প্রয়োজন তিনি ফোন করে নেন ৷
advertisement
advertisement
ব্যারাকপুরের নতুন বিধায়কের এই মন্তব্যেই চটেছেন শ্রীলেখা ৷ অভিনেত্রী লিখেছেন, ‘ এটা কী বললেন রাজ চক্রবর্তী? এতো অহংবোধ কিন্তু ভাল ঠেকল না ৷ ’ রাজের প্রতি শ্রীলেখার পরামর্শ, তিনি যেন বিধায়ক হয়ে উদাহরণ স্থাপন করতে পারেন কাজের মাধ্যমে ৷ রেড ভলান্টিয়ার্সদের নাম না করে শ্রীলেখার মন্তব্য, যাঁরা শূন্য হয়েও মানুষের পাশে আছেন, তাঁদের যেন রাজ অপমান না করেন ৷ মানুষ তবে ক্ষমা করবেন না ৷
advertisement
সামাজিক মাধ্যমে শ্রীলেখা প্রথম থেকেই জনপ্রিয় ৷ ইন্ডাস্ট্রির পাশাপাশি নিজের স্পষ্ট বক্তা ভাবমূর্তি ধরে রেখেছেন নেটমাধ্যমেও ৷ তির্যক মন্তব্যের উত্তর তিনিও দেন সপাট ও শানিত ব্যঙ্গেই ৷
তবে শুধু রাজনৈতিক পোস্টই নয় ৷ সামাজিক বিভিন্ন সমস্যায় সরব হন শ্রীলেখা ৷ তাঁর প্রতিবাদের বড় অংশ জুড়ে আছে পশুদের প্রতি নির্যাতনের সমস্যাও ৷
advertisement
সমস্যার পাশাপাশি নিজের প্রোফাইলে হাল্কা মুহূর্ত তৈরি করতেও তিনি জুড়িহীন ৷ বিভিন্ন পার্বণ ও উৎসবেও তাঁর পোস্ট ভেসে যায় শুভেচ্ছাবার্তায় ৷ মাতৃদিবসে তিনি পোস্ট করেছেন মা ও মেয়ের সঙ্গে নিজের ছবি ৷
তবে রবীন্দ্রজয়ন্তীর পোস্ট কিছুটা বিলম্বিত তাঁর প্রোফাইলে ৷ নিজেই বলেছেন, আলসেমি কাটিয়ে অবশেষে কবিপ্রণামের আয়োজন করেছেন তিনি৷ ছবি দিয়েছেন তাঁর নৃত্যসজ্জার ৷ তাঁর নাচ অবশ্য দেখা যাবে নির্দিষ্ট ইউটিউব চ্যানেলেই ৷ লালপাড় সাদা শাড়ি, মাথায় জুঁইয়ের মালা, সঙ্গে নাকে সনাতনী মরাঠি বড় নথ ৷ নাচের সাজে শ্রীলেখার ছবি ঘিরেও উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2021 12:57 PM IST