• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • পাহাড়ে ঘুরছেন শ্রাবন্তীর বর রোশন, সব কিছু থেকে কি ব্রেক নিলেন তিনি?

পাহাড়ে ঘুরছেন শ্রাবন্তীর বর রোশন, সব কিছু থেকে কি ব্রেক নিলেন তিনি?

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই তুমুল আলোচনা৷

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই তুমুল আলোচনা৷

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই তুমুল আলোচনা৷

 • Share this:

  #কলকাতা: শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই তুমুল আলোচনা৷ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানা তর্ক-বিতর্ক, ট্রোলও ৷ এমনকী, শ্রাবন্তী ফের এমন কেন করতে চলেছেন, তা নিয়ে নানা মুণির নানা মত৷ তবে এ ব্যাপারে শ্রাবন্তীর মুখ না খুললেও, শ্রাবন্তীর সঙ্গে আলাদা থাকার কথাটা প্রথম সংবাদমাধ্যমকে বলেন শ্রাবন্তীর বর রোশন সিংই৷ তিনি জানিয়েছিলেন, দুর্গাপুজোর অনেকদিন আগে থেকেই শ্রাবন্তী আর তিনি আলাদা থাকছেন ৷

  তবে এরপর আর রোশন বিস্তারিত জানাতে উদ্যোগ প্রকাশ করেননি ৷ এমনকী, শ্রাবন্তী তাঁকে আনফলো করে দেওয়ার পর, রোশনও শ্রাবন্তীকে আনফলো করে দেন ৷ ইনস্টাগ্রামে একটা ছবিও শ্রাবন্তী আর তাঁর নেই ! আর তা থেকেই রোজ রোজ নতুন নতুন জল্পনা শুরু হয়৷ শুধু কী তাই, রোশনের নতুন জিমের উদ্বোধনে দু’জনকে দেখা গেলেও, শ্রাবন্তী দ্বিতীয় সন্তান হিসেবে যে ফিটনেস ব্যবসার কথা বলেছেন, তাতে রোশনের নামও নেই ! আর তা দেখেই নেটিজেনরা নানারকম গল্পগাঁথা শুরু করেছে৷
  তবে এত সবের মাঝে গতকালই রোশন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ৷ ছবিতে দিয়ে দেন তারিখও ৷ ছবিতে দেখা যাচ্ছে, এক পাহাড়ি ঝরনার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি৷ নেটিজেনরা বলছে, তাহলে কি সব কিছু থেকে ব্রেক নিয়ে কিছুদিন পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রোশন ! রোশন অবশ্য এ ব্যাপারে স্পিক টু নট ৷
  Published by:Akash Misra
  First published: