বোন শ্রাবন্তীর মতোই সুন্দরী দিদি! নায়িকার সহকর্মীকেই বিয়ে করেন স্মিতা, দেখুন ছবি

Last Updated:

দুই বোনকে একসঙ্গে দেখে মুগ্ধ শ্রাবন্তীর অনুরাগীরা। অনেকেই বলছেন, সৌন্দর্যের নিরিখে অভিনেত্রীকে টক্কর দিতে পারেন তাঁর দিদি।

#কলকাতা: খানিক তাঁর মতো, আবার অনেকটাই আলাদা। দিদি স্মিতা চট্টোপাধ্যায় ঘোষের সঙ্গে নিজের সম্পর্কের বর্ণনা এক সময়ে এ ভাবেই দিয়েছিলেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর কাছের মানুষদের তালিকায় তাঁর দিদি অন্যতম। জীবনের ওঠাপড়ায় শ্রাবন্তী পাশে পেয়েছেন তাঁকে।
বুধবার ইনস্টাগ্রামে স্মিতার সঙ্গে একটি ছবি দিয়েছেন শ্রাবন্তী। ওয়েস্টার্ন পোশাকে লেন্সবন্দি হয়েছেন তাঁরা। ছবিটি দিয়ে অভিনেত্রী লিখেছেন, 'বোনেরা'। এর সঙ্গেই লাল রঙের একটি হৃদয় ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
advertisement
advertisement
দুই বোনকে একসঙ্গে দেখে মুগ্ধ শ্রাবন্তীর অনুরাগীরা। অনেকেই বলছেন, সৌন্দর্যের নিরিখে অভিনেত্রীকে টক্কর দিতে পারেন তাঁর দিদি।
View this post on Instagram

A post shared by Smita Ghosh (@tullismitha09)

advertisement
২০১৬ সালে অভিনেতা সুজয় ঘোষের সঙ্গে বিয়ে হয় মিতার। টলিউডে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন সুজয়। তাঁকে দেখা গিয়েছে 'মজনু', ১০০‍% লাভ'-এর মতো একাধিক ছবিতে।
advertisement
বোন এবং স্বামীর পথে হেঁটে স্মিতাও অভিনয় জগতে পা রেখেছিলেন। কিন্তু টলিউডে তিনি পরিচিত মুখ নন। গত বছর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্মিতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বোন শ্রাবন্তীর মতোই সুন্দরী দিদি! নায়িকার সহকর্মীকেই বিয়ে করেন স্মিতা, দেখুন ছবি
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement