#কলকাতা: খানিক তাঁর মতো, আবার অনেকটাই আলাদা। দিদি স্মিতা চট্টোপাধ্যায় ঘোষের সঙ্গে নিজের সম্পর্কের বর্ণনা এক সময়ে এ ভাবেই দিয়েছিলেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর কাছের মানুষদের তালিকায় তাঁর দিদি অন্যতম। জীবনের ওঠাপড়ায় শ্রাবন্তী পাশে পেয়েছেন তাঁকে।
বুধবার ইনস্টাগ্রামে স্মিতার সঙ্গে একটি ছবি দিয়েছেন শ্রাবন্তী। ওয়েস্টার্ন পোশাকে লেন্সবন্দি হয়েছেন তাঁরা। ছবিটি দিয়ে অভিনেত্রী লিখেছেন, 'বোনেরা'। এর সঙ্গেই লাল রঙের একটি হৃদয় ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
View this post on Instagram
দুই বোনকে একসঙ্গে দেখে মুগ্ধ শ্রাবন্তীর অনুরাগীরা। অনেকেই বলছেন, সৌন্দর্যের নিরিখে অভিনেত্রীকে টক্কর দিতে পারেন তাঁর দিদি।
View this post on Instagram
আরও পড়ুন : এখনও শৈশবের ‘তোপসে’-ই প্রিয় শাশ্বত চট্টোপাধ্যায়ের, আর কী কী বললেন?
আরও পড়ুন : টপাটপ তো মুখে তোলেন নলেন গুড়ের রসগোল্লা! কিন্তু কীভাবে এই গুড় তৈরি হয়? জেনে নিন
২০১৬ সালে অভিনেতা সুজয় ঘোষের সঙ্গে বিয়ে হয় মিতার। টলিউডে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন সুজয়। তাঁকে দেখা গিয়েছে 'মজনু', ১০০% লাভ'-এর মতো একাধিক ছবিতে।
বোন এবং স্বামীর পথে হেঁটে স্মিতাও অভিনয় জগতে পা রেখেছিলেন। কিন্তু টলিউডে তিনি পরিচিত মুখ নন। গত বছর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্মিতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Smita ghosh, Srabanti Chatterjee