#কলকাতা: মন্ত্রিত্ব সামালাচ্ছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে ৷ সারাদিন বিভিন্ন কাজের জন্য প্রচুর ব্যস্ততা ৷ দলের কাজ থেকে বিদ্যুৎমন্ত্রকের কাজ ৷ এরই সঙ্গে রয়েছে বিভিন্ন সমাজসেবামূলক কাজ ৷ সবেতেই সিদ্ধহস্ত এ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ যতোই ব্যস্ততা থাকুক না কেন ৷ মানসিক শান্তি না থাকলে, কোনও কাজই যে ব্যালান্স করে করা যাবে না এটাই মত শোভনবাবুর ৷ আর মানসিক শান্তির জন্য সংস্কৃতি চর্চার চেয়ে ভাল কিছু কি হতে পারে?
উত্তরটা আর বলার অপেক্ষা রাখে না ৷ আর তাই শোভনবাবুর বাড়িতেও বরাবরই গানের চর্চা হয়ে আসছে ৷ সে রবীন্দ্রজয়ন্তী হোক কিংবা হোলি, সবেতেই অংশ নেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ এবার একটি বাংলা ছবিতে গান গাইলেন মন্ত্রীমশাই ৷ ছবির নাম ‘আবার বসন্ত বিলাপ’৷ আপকামিং এই ছবির পরিচালক রাজেশ দত্ত ওবং ইপ্সিতা রায় সরকার ৷
‘আবার বসন্ত বিলাপ’ ছবির মিউজিক লঞ্চে শোভনদেব চট্টোপাধ্যায়, মুনমুন সেন, রাজেশ দত্ত ওবং ইপ্সিতা রায় সরকার, শুভদীপ দাশগুপ্ত, অনুভব কাঞ্জিলাল ও অন্যান্যরা ৷ ছবি: অ্য়াডভার্ব ৷
এ ছবিতে তাঁর অভিনয়ের ঝলকও দেখা যাবে ৷ আসলে ছবির শুরুতে একটি প্রভাত ফেরি দেখা যাবে ৷ আর সেখানে গান গাইতে দেখা যাবে শোভনবাবুকে ৷
কেমন লাগল এই নতুন এক্সপেরিয়েন্স ?
হেসে শোভনবাবু জানালেন, ‘‘এই সিনেমার পরিচালকদ্বয় রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের বিশেষ অনুরোধে একটি কীর্ত্তনমুখী গান করেছি। যদিও আমি ছোটবেলা থেকে গানবাজনা, নাটক, গান লেখা এসব করতে ভালোবাসতাম, বহুবছর আগে আমি ট্রেড ইউনিয়ন নেতা ভুমিকায় একটি টিভি সিরিয়ালের জন্য গান গেয়েছিলাম তবে তখন চর্চা ছিল ,রিহার্শেল করাতাম,গলা আরও ভাল ছিল, তারপরও এবার ভালই লাগল।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abar basanta Bilap, Bengali Movie, Minister, Minister of Power, Sovandeb Chattopadhyay, TMC Leader, আবার বসন্ত বিলাপ, শোভনদেব চট্টোপাধ্যায়