ফের টলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন! ১২ বছরের প্রেমের সম্পর্ক ভাঙছে সৌপ্তিক রণিতার?
- Published by:Rachana Majumder
Last Updated:
২০১১ সালে প্রথম বার পর্দায় দেখা গিয়েছিল সৌপ্তিক এবং রণিতাকে৷ তারপর থেকেই প্রেমের শুরু।
বেশ কিছুদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জনে মুখভার টলিপাড়ার। সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং গায়ক শোভন চট্টোপাধ্য়ায় নিজেদের বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়েছেন। এর আগে গৌরব-শ্রীমা কিংবা দিয়া অভিষেক, রোহন-সৃজলার সম্পর্কে পূর্ণচ্ছেদ মেনে নিতে পারেননি দর্শকেরা। রিজওয়ান-দেবচন্দ্রিমার বিচ্ছেদ নিয়েও তুমুল জল্পনা চলছে। শোনা যাচ্ছে একে অপরকে আনফলো করেছেন তাঁরা। এবার সেই তালিকাতেই কি নতুন নাম সৌপ্তিক-রণিতা?
ধন্য়ি মেয়ে ধারাবাহিক দিয়ে প্রেমের শুরু সৌপ্তিক-রণিতার। ইষ্টি-কুটুম ধারাবাহিক থেকেই দর্শকদের কাছে বহুল জনপ্রিয় হন রণিতা ওরফে ছোটপর্দার বাহামণি। ঋষি কৌশিকের সঙ্গে তাঁর রসায়নও নজর কেড়েছিল। পরে অবশ্য় বদলে দেওয়া হয় রণিতাকে। অন্য়দিকে সৌপ্তিক চক্রবর্তীও জলনূপুর ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছিলেন। ইষ্টিকুটুমের পরে আর ছোটপর্দায় আসেননি রণিতা। সৌপ্তিক রণিতার একটি প্রযোজনা সংস্থাও আছে। কিন্তু তাহলে এমন কী হল?
advertisement
advertisement
দুজনের কেউ স্পষ্ট করে কিছু জানাননি। সূত্রের খবর, তাঁদের বন্ধুত্ব রয়েছে। শুধুই বন্ধুত্ব আর প্রেম সে বিষয়ে এখনও খোলসা করেননি তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 12:11 PM IST