Soumitrisha Kundoo : সাদা কালো চাপা পোশাকের সঙ্গে কানে বড় ঝোলা দুল, চেনা চেহারার বাইরে অন্য সাজেও মিঠাই আবেদনময়ী

Last Updated:

‘মিঠাই’ হয়ে দর্শকমন জয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)

কলকাতা : লম্বা বিনুনি ৷ পরনে শাড়ি ৷ এই লুকেই ‘মিঠাই’ হয়ে দর্শকমন জয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) ৷ দীর্ঘ কয়েক দিন ধরে বাকি ধারাবাহিককে টেক্কা দিয়ে শীর্ষে ‘মিঠাই’৷ দর্শকদের পছন্দের সৌমিতৃষা জনপ্রিয় সামাজিক মাধ্যমেও ৷ সেখানেই এ বার সম্পূর্ণ অন্য লুকে ধরা দিলেন তিনি ৷
সৌমিতৃষাকে এ বার দেখা গেল পাশ্চাত্য সাজে ৷ সাদা কালো চাপা পোশাকের সঙ্গে কানে বড় ঝোলা দুল ৷ চোখে মুখে সারল্যের সঙ্গে মিশেছে চাপা আবেদন ৷ প্রিয় মিঠাইকে অন্য লুকে দেখে অভিভূত নেটিজেনরা ৷ প্রশংসার পাশাপাশি অভিনেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁরা ৷ কেউ কেউ তো বলেছেন, এটাই সৌমিতৃষার প্রোফাইল পিক হওয়া উচিত ৷
advertisement
মডেলিং করতে করতেই সুযোগ পেয়েছেন ধারাবাহিকে৷ মডেলিংয়ের ছাপ স্পষ্ট তাঁর শেয়ার করা নতুন ছবিতে ৷ সৌমিতৃষা সংবাদমাধ্যমে বলেছেন, আজ অবধি কোনও চরিত্রের জন্য তাঁকে অডিশন দিতে হয়নি ৷ অভিনয়ের পাশাপাশি চালিয়ে গিয়েছেন পড়াশোনাও ৷
advertisement
এর আগে ‘এ আমার গুরুদক্ষিণা’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘গোপালভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’, ‘কনে বউ’ ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা ৷ কিন্তু তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে ‘মিঠাই’৷ এই ধারাবাহিকের চরিত্রের জন্য নিজেকে তৈরিও করেছেন যত্ন নিয়ে ৷ ময়রার কাছে শিখতে হয়েছে কীভাবে দুধ জ্বাল দিয়ে ছানা তৈরি করতে হয় ৷ আয়ত্ত করেছেন জিলিপি, মনোহরা-সহ সব মিষ্টি তৈরির প্রণালীও ৷
advertisement
কিছু দিন আগে ‘হাওয়া হাওয়াই’ নেচেও বাজিমাত করেছেন তিনি ৷ অনুরাগীরা শ্রীদেবীর সঙ্গে রীতিমতো তুলনা করছেন সৌমিতৃষার ৷ আপাতত তাঁর মিডাস-স্পর্শে সবকিছুই সোনা করে তুলছেন বারাসতের মেয়ে সৌমিতৃষা কুণ্ডু ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soumitrisha Kundoo : সাদা কালো চাপা পোশাকের সঙ্গে কানে বড় ঝোলা দুল, চেনা চেহারার বাইরে অন্য সাজেও মিঠাই আবেদনময়ী
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement