পাকিস্তানের এই ক্রিকেটারের সঙ্গে বিয়ে করতে চলেছেন তামান্না !

Last Updated:

জোর চলছে নাকি শপিং ৷ বর পক্ষ, কনে পক্ষ দু’দিকই নাকি তৈরি ৷ ঘন ঘন সোনার দোকানে, পোশাকের দোকানেও দেখা যাচ্ছে দু’জনকে ৷

#মুম্বই: জোর চলছে নাকি শপিং ৷ বর পক্ষ, কনে পক্ষ দু’দিকই নাকি তৈরি ৷ ঘন ঘন সোনার দোকানে, পোশাকের দোকানেও দেখা যাচ্ছে দু’জনকে ৷ সব ঠিক চললেই সামনে বিয়ে ৷ তারিখ ? আরে বাবা গপ্পোটা তো গোপনে ঘটছে ৷ তবে বলিউডের গুঞ্জনে গোপনেই আগুন তৈরি করছেন তামান্না ভাটিয়া !
গপ্পোটা হল, শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন তামান্না ভাটিয়া ৷ আর পাত্র পাকিস্তানের ক্রিকেটার আবদুল রাজ্জাক !
mediaj8n61
advertisement
ইংরেজি এক দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আবদুল রাজ্জাকের সঙ্গে বিয়ের কথাটা নিজেই জানিয়ে ছিলেন ৷ এমনকী, কিছুদিন আগে দুবাইয়ের এক সোনার দোকানে শপিংও করতে দেখা গিয়েছিল তামান্না ও আবদুল রাজ্জাককে ৷
advertisement
হিম্মতওয়ালা থেকেই বলিউডে পা রাখেন তামান্না ভাটিয়া ৷ তবে দক্ষিণে প্রথম থেকেই জনপ্রিয় ছিলেন তামান্না ৷ ‘বাহুবলি’-এর পর থেকে বলিউডে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন তামান্না ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাকিস্তানের এই ক্রিকেটারের সঙ্গে বিয়ে করতে চলেছেন তামান্না !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement