Sonu Sood : খোলা আকাশের নীচে শ্রীনগরের বাজারে দাঁড়িয়ে হকারের কাছে জুতো নিয়ে দরদাম অভিনেতার

Last Updated:

ওই ক্রেতা ছিলেন সোনু সুদ (Sonu Sood)! অভিনেতা ওই ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে ৷ ইন্টারনেটে ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি ৷

শ্রীনগর : শ্রীনগরের বাটমালু এলাকার বাজারে এক দশকেরও বেশি সময় ধরে জুতো ও চটি বিক্রি করেন শামিম খান ৷ শুক্রবার সকালে তাঁর সামনে এসে দাঁড়ান এক ক্রেতা ৷
দরদাম জিজ্ঞাসা করেন আর পাঁচ জনের মতোই ৷ তার পর বিক্রেতার কাছে জানতে চান তিনি চটি বা জুতো কিনলে কত টাকা ছাড় পাবেন? উত্তরে শামিম জানান, তিনি তাঁকে ২০ শতাংশ ডিসকাউন্ট দিতে পারবেন ৷
এর পরই অবাক কাণ্ড ! ওই ক্রেতা কিছু কিনলেন না ৷ কিন্তু ভিডিয়ো করতে শুরু করে দিলেন ৷ ভিডিয়োয় বলতে শুরু করলেন শামিম খানের কথা, তাঁর দোকানের কথা ৷ ভিডিয়োতে আর্জি রাখলেন, শ্রীনগরের শামিম খানের দোকান থেকে সকলে যেন জুতো ও চটি কেনেন ৷
advertisement
advertisement
ওই ক্রেতা ছিলেন সোনু সুদ (Sonu Sood)! অভিনেতা ওই ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে ৷ ইন্টারনেটে ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি ৷
গত কয়েক মাস ধরেই সোনুকে নতুন রূপে দেখছেন সকলে ৷ অতিমারি ও লকডাউনে আবহে সোনু ছিলেন আর্তের ত্রাতা ৷ পরিযায়ী শ্রমিকদের গন্তব্যে পৌঁছনর ব্যবস্থা করা, অক্সিজেন প্ল্যান্টের বন্দোবস্ত, দুর্মূল্য ওষুধ থেকে হাসপাতালের শয্যা, যেখানে বিপদ, সেখানেই ছুটে গিয়েছেন তিনি ৷ দুঃস্থকে অর্থসাহায্য, স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করা, সব প্রয়োজনেই সোনু ছিলেন অগ্রণী ৷ তাঁর বাড়ির সামনে প্রতিদিন সাহায্যপ্রার্থীদের ভিড় জমে ৷ তাঁদের সমস্যার কথা শুনে সামাধানের চেষ্টা করেন সোনু ৷
advertisement
কিছু দিন আগে সোনু অবতীর্ণ হয়েছিলেন ডিম ও পাউরুটি বিক্রেতার ভূমিকায় ৷ সাইকেলে করে ডিম ও পাউরুটি বিক্রি করতে যাচ্ছেন, এমন ভিডিয়ো করে পোস্ট করেছিলেন ৷ তাঁর আর্জি ছিল, বড় শপিং মলের বদলে যেন ছোট ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস কেনা হয় ৷
আগামী বছর জানুয়ারিতে তাঁকে দেখা যাবে অন্য ভূমিকায় ৷ রাশিয়ায় স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমসে তিনি ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ৷ শ্রীনগরে সোনুর সাম্প্রতিক ভিডিয়ো ঘিরেও নেটিজেনরা প্রশংসায় উচ্ছ্বসিত ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Sood : খোলা আকাশের নীচে শ্রীনগরের বাজারে দাঁড়িয়ে হকারের কাছে জুতো নিয়ে দরদাম অভিনেতার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement