শ্রীনগর : শ্রীনগরের বাটমালু এলাকার বাজারে এক দশকেরও বেশি সময় ধরে জুতো ও চটি বিক্রি করেন শামিম খান ৷ শুক্রবার সকালে তাঁর সামনে এসে দাঁড়ান এক ক্রেতা ৷
দরদাম জিজ্ঞাসা করেন আর পাঁচ জনের মতোই ৷ তার পর বিক্রেতার কাছে জানতে চান তিনি চটি বা জুতো কিনলে কত টাকা ছাড় পাবেন? উত্তরে শামিম জানান, তিনি তাঁকে ২০ শতাংশ ডিসকাউন্ট দিতে পারবেন ৷
এর পরই অবাক কাণ্ড ! ওই ক্রেতা কিছু কিনলেন না ৷ কিন্তু ভিডিয়ো করতে শুরু করে দিলেন ৷ ভিডিয়োয় বলতে শুরু করলেন শামিম খানের কথা, তাঁর দোকানের কথা ৷ ভিডিয়োতে আর্জি রাখলেন, শ্রীনগরের শামিম খানের দোকান থেকে সকলে যেন জুতো ও চটি কেনেন ৷
ওই ক্রেতা ছিলেন সোনু সুদ (Sonu Sood)! অভিনেতা ওই ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে ৷ ইন্টারনেটে ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি ৷
গত কয়েক মাস ধরেই সোনুকে নতুন রূপে দেখছেন সকলে ৷ অতিমারি ও লকডাউনে আবহে সোনু ছিলেন আর্তের ত্রাতা ৷ পরিযায়ী শ্রমিকদের গন্তব্যে পৌঁছনর ব্যবস্থা করা, অক্সিজেন প্ল্যান্টের বন্দোবস্ত, দুর্মূল্য ওষুধ থেকে হাসপাতালের শয্যা, যেখানে বিপদ, সেখানেই ছুটে গিয়েছেন তিনি ৷ দুঃস্থকে অর্থসাহায্য, স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করা, সব প্রয়োজনেই সোনু ছিলেন অগ্রণী ৷ তাঁর বাড়ির সামনে প্রতিদিন সাহায্যপ্রার্থীদের ভিড় জমে ৷ তাঁদের সমস্যার কথা শুনে সামাধানের চেষ্টা করেন সোনু ৷
কিছু দিন আগে সোনু অবতীর্ণ হয়েছিলেন ডিম ও পাউরুটি বিক্রেতার ভূমিকায় ৷ সাইকেলে করে ডিম ও পাউরুটি বিক্রি করতে যাচ্ছেন, এমন ভিডিয়ো করে পোস্ট করেছিলেন ৷ তাঁর আর্জি ছিল, বড় শপিং মলের বদলে যেন ছোট ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস কেনা হয় ৷
আগামী বছর জানুয়ারিতে তাঁকে দেখা যাবে অন্য ভূমিকায় ৷ রাশিয়ায় স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমসে তিনি ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ৷ শ্রীনগরে সোনুর সাম্প্রতিক ভিডিয়ো ঘিরেও নেটিজেনরা প্রশংসায় উচ্ছ্বসিত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।