#মুম্বই: আজ ২১-এ পা রাখলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এই প্রথম জন্মদিন, যখন মা তাঁর পাশে নেই। গতবছরও মেয়ের ছোটবেলাকার ছবির একটি কোলাজ বানিয়ে পোস্ট করেছিলেন শ্রীদেবী। কিন্তু এ'বছর তা শুধুই বিরহ বিধুর এক স্মৃতি। মা হারানোর শোক ভোলার নয়। কোনও স্বান্তনাই কাজে আসে না। তবু, গোটা কাপুর পরিবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যদি একটু হাসি ফোটানো যায় জাহ্নবীর মুখে। আজ সকালে দিদি সোনম কাপুর ইন্সটাগ্রামে জাহ্নবীর একটি মিষ্টি ছবি পোস্ট করে লিখেছেন
উত্তরে 'ধধক' স্টার লেখেন--'লাভ ইউ'। শুভেচ্ছা জানাতে ভোলেননি শ্রীদেবীর কাছের বন্ধু ডিজাইনার মণীশ মালহোত্রাও। শ্রীদেবী আর জাহ্নবীর সঙ্গে একটি সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন
Happy Birthday my dearest @janhvikapoor May God Bless you With Happiness Love Peace and Just Everything ..❤️❤️❤️❤️❤️❤️ A post shared by Manish Malhotra (@manishmalhotra05) on
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Janhvi Kapoor birthday, Manish Malhotra, Sonam Kapoor, Sridevi