মুম্বই : পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা প্রকাশ করবেন তাঁর আত্মজীবনী ‘দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর’ ৷ বই জুড়ে আছে তাঁর চলচ্চিত্র জীবনের আকর্ষণীয় নানা তথ্য ৷ তার মধ্যে একটি তথ্য হল, রাকেশের ‘ভাগ মিলখা ভাগ’ ছবির জন্য সোনম কপূর (Sonam Kapoor) পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র ১১ টাকা!
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত মিলখা সিংয়ের বায়োপিকে সোনম অভিনয় করেছিলেন বীরোর চরিত্রে ৷ চিত্রনাট্য অনুযায়ী তিনি মিলখার কৈশোরের প্রেমিকা ৷ পরে মিলখার থেকে তাঁর জীবন বয়ে গিয়েছিল অন্যদিকে ৷ সংক্ষিপ্ত হলেও বীরোর চরিত্রে সোনমের উপস্থিতি ছিল সপ্রতিভ ৷ রাকেশ জানিয়েছেন, সোনম স্বতঃস্ফূর্তভাবেই অতিথি শিল্পী হয়ে অভিনয় করতে রাজি হয়েছিলেন ৷ ছবিটি সোনমের কাছেও স্পেশাল, সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী নিজেই ৷
মিলখার স্পিরিটে মুগ্ধ সোনম চেয়েছিলেন তাঁর বায়োপিকের একটি অংশ হয়ে থাকতে ৷ তিনি জানতেন গড়পড়তা প্রেমের ছবির তুলনায় ‘ভাগ মিলখা ভাগ’ আলাদা ৷ সোনমের এই সদিচ্ছা রাকেশ ভুলতে পারেননি ৷
‘ভাগ মিলখা ভাগ’-এর আগেও রাকেশের পরিচালনায় কাজ করেছেন সোনম ৷ ২০০৯ সালে মু্ক্তি পেয়েছিল ‘দিল্লি ৬’ ৷ ছবির নায়িকা ছিলেন সোনম ৷ তাঁর বিপরীতে অভিষেক বচ্চনের জুটি পছন্দ হয়েছিল দর্শকদের ৷ সে সময়ই রাকেশ ঠিক করেন সোনমকে নেবেন ‘ভাগ মিলখা ভাগ’-এও ৷ গ্ল্যামার থেকে বহু দূরে থাকা ‘পাশের বাড়ির মেয়ে’ বীরোর চরিত্রে সোনমকে মানিয়েওছিল বেশ ভাল ৷ মিলখার চরিত্রে ফরহান এবং বীরোর ভূমিকায় সোনমের উপর চিত্রায়িত ‘ও রংরেজ’ গান এবং এর দৃশ্যকল্প দাগ কেটে গিয়েছিল দর্শকমনে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhaag milkha bhaag, Sonam Kapoor