Sonam Kapoor Pregnant: মা হতে চলেছেন সোনম কাপুর, বেবি বাম্পের ছবি শেয়ার করে উচ্ছ্বসিত শাশুড়িও
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Sonam Kapoor Pregnancy: সোনম কাপুর এবং আনন্দ আহুজা (Sonam Kapoor and Anand Ahuja) গাঁটছড়া বাঁধেন ২০১৮ সালে এবং তারপর থেকে লন্ডনের নটিং হিলেই থাকছেন তাঁরা।
#মুম্বই: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)! সোমবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের গর্ভাবস্থার (Sonam Kapoor Pregnant) কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। সোনমের এই ঘোষণার পরপরই পরিবারের সদস্য সহ অগুণতি অনুরাগীরা অভিনেত্রী এবং তাঁর স্বামী আনন্দ আহুজাকে (Anand Ahuja) অভিনন্দন জানিয়েছেন। সোনমের শাশুড়ি প্রিয়া আহুজাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে ঠাকুমা হতে চলার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রিয়া আহুজা (Priya Ahuja) ইনস্টাগ্রামে সোনম কাপুরের বেবি বাম্পের (Sonam Kapoor baby bump) একটি ক্লোজ আপ শট পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “ঠাকুমা হওয়ার জন্য উদগ্রীব। অপেক্ষা সইছে না আর। আমার বাচ্চাদের অনেক ভালোবাসা। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন।” সোনম কাপুরের বোন এবং চলচ্চিত্র প্রযোজক রিয়া কাপুর পোস্টে গুচ্ছেক হার্ট ইমোটিকন দিয়ে মন্তব্যও (Sonam Kapoor Pregnant) করেছেন।
advertisement
advertisement
সোনমের খুড়তুতো বোন খুশি কাপুরও দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন, করিনা কাপুরও সোনম-আনন্দকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “খুব খুশি তোমাদের দুজনের জন্য। বাচ্চার জন্য অপেক্ষায় রইলাম।”
সোনম কাপুর এবং আনন্দ আহুজা গর্ভাবস্থার (Sonam Kapoor Pregnant) কথা ঘোষণা করেছেন সোমবার সকালেই। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনন্দ আহুজার সঙ্গে একটি ফটোশ্যুটের মাধ্যমে সুসংবাদ (Sonam Kapoor Pregnant) জানান দেন দম্পতি এবং সঙ্গে একটি মিষ্টি বার্তা গর্ভস্থ সন্তানের জন্য। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “চার হাত। তোমাকে বড়ো করে তুলতে সব কিছুই করব, দু’টি হৃদয়, তোমার সঙ্গেই তাল মিলিয়ে চলবে, পথের প্রতিটি পদক্ষেপে। এক পরিবার। যারা তোমাকে ভালবাসা এবং স্নেহে ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত।”
advertisement
advertisement
এর আগেও সোনমের মা (Sonam Kapoor Pregnant) হতে চলা নিয়ে বেশ কয়েকবার গুজব উঠেছে। গত বছর জুলাই মাসে, লন্ডনে একটি লাল ফ্লোরাল ম্যাক্সি পোশাকে সোনমের ছবি দেখেই তাঁর গর্ভবতী হওয়ার জল্পনা শুরু হয়েছিল। পরে অবশ্য পিরিয়ডের ব্যথা সম্পর্কে একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে গর্ভাবস্থার গুজবের অবসান ঘটিয়েছিলেন সোনম।
advertisement
সোনম কাপুর এবং আনন্দ আহুজা (Sonam Kapoor and Anand Ahuja) গাঁটছড়া বাঁধেন ২০১৮ সালে এবং তারপর থেকে লন্ডনের নটিং হিলেই থাকছেন তাঁরা।
অভিনেত্রী সোনম কাপুরকে শেষ দেখা গিয়েছিল বিক্রমাদিত্য মোতওয়ানের ‘AK vs AK’ সিনেমায় যেখানে নিজের ভূমিকাতেই অভিনয় করেছিলেন তিনি। ২০২০ সালের ডিসেম্বরে Netflix-এ মুক্তি পায় সিনেমাটি। পরবর্তীতে শোম মাখিজার ‘ব্লাইন্ড’ সিনেমায় একজন দৃষ্টি প্রতিবন্ধী পুলিশের ভূমিকায় দেখা যাবে সোনমকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2022 12:00 PM IST