ফের মা হতে চলেছেন সোনম কাপুর... সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সুখবর, খুশির হাওয়া বলিউডে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার সকালে সোনম কাপুর তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন। ছবিতে অভিনেত্রীকে একটি হট পিঙ্ক ব্লেজার পরে দাঁড়িয়ে থাকলে দেখা গিয়েছে।
মুম্বই: গোটা বলিউড জুড়েই এখন যেন খুশির খবর। ফের মা হতে চলেছেন সোনম কাপুর। খবর জানাজানি হতেই কাপুর ও আহুজা পরিবারে খুশির হাওয়া। বৃহস্পতিবার সকালে সোনম কাপুর তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন। ছবিতে অভিনেত্রীকে একটি হট পিঙ্ক ব্লেজার পরে দাঁড়িয়ে থাকলে দেখা গিয়েছে।
advertisement
advertisement
২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিল কাপুরের এই কন্যা। বিয়ের চার বছর বাদে নতুন সদস্যকে অভ্যর্থনা জানান সোনম। আপাতত অভিনয় থেকে তিনি দূরে। ছেলে বায়ু জন্মের তিন বছর পরে ফের খুশির খবর। খুব শীঘ্রই তাঁরা সুখবর দেবেন।
advertisement
ছবিতে নিজের বেবি বাম্পের ওপর হাত রেখে সোনম কাপুর লেখেন, ‘মা’। ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি একই ছবি পোস্ট করেন, আর সেখানে লেখা, ‘আসছে বসন্ত ২০২৬-এ’। সেই পোস্ট থেকেই স্পষ্ট আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চেই তাহলে সুখবর দিতে চলেছেন তিনি। সম্প্রতি মা হয়েছেন ক্যাটরিনা কইফ ও পরিণীতি চোপড়া। পরিণীতি ও রাঘব নিজের ছেলের নাম রেখেছেন ‘নীড়’।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 2:43 PM IST

