একসঙ্গে বিয়ের পিঁড়িতে করিনা-সোনম !

Last Updated:

প্রথম ছবিতেই একেবারে বাজিমাত করতে চলেছেন সোনম কাপুরের বোন রিয়া কাপুর ৷ অবশ্য সঙ্গে নিয়েছেন একতা কাপুরকেও ৷

#মুম্বই: প্রথম ছবিতেই একেবারে বাজিমাত করতে চলেছেন সোনম কাপুরের বোন রিয়া কাপুর ৷ অবশ্য সঙ্গে নিয়েছেন একতা কাপুরকেও ৷ তাই তো ছবি প্রযোজনায় নেমে একেবারে বোমা ফাটালেন রিয়া ! পরিচালক শশাঙ্ক ঘোষ ৷ আর ছবির নাম ‘বীরা দি ওয়েডিং’!
তা বিয়ে যখন বাজি তো ফাটবেই ৷ তবে এ বাজি একেবারে অন্য বাজি ৷ এই ছবির জন্য রিয়া আর একতা রাজি করে ফেললেন করিনা কাপুর খানকে ৷ অন্যদিকে রয়েছে স্বরা ভাস্কর ও শিক্ষা তালসানিয়া !
জমজমাট এই ছবির আপাতত শ্যুটিং হয়েছে শুরু ৷ জয়পুরের এক কেল্লায় জমিয়ে চলছে শ্যুটিং ৷ জানা গিয়েছে, ছবির প্রেক্ষাপট একটা বিয়ে বাড়ি ৷ আর সেই বিয়ে বাড়ি নিয়েই নানা গল্প ৷
advertisement
advertisement
করিনার সঙ্গে সোনমের জুটিই নাকি এই ছবির ইউএসপি ৷ তার ওপর রয়েছে স্বরা ও শিক্ষা৷ একতা-রিয়া জানিয়েছেন, এই ছবি একেবারেই মহিলা শক্তি ! আর নায়ক ?
আপাতত, নায়কের ব্যাপারে সব খবরই লুকিয়ে রেখেছেন গোটা ছবির টিম৷ তবে সেখানেও যে রয়েছে চমক, তা জানা যাবে ধীরে ধীরেই ৷ ছবিটি মুক্তি পেতে পরের বছরে দিওয়ালির সময় !
advertisement
তবে সোনম এই ছবির শ্যুটিং নিয়ে খুবই উচ্ছ্বসিত ৷ শ্যুটিং চলাকালীনই একটার পর একটা ছবি তুলে ট্যুইটারে করছেন আপলোড ৷ কখনও সঙ্গে থাকছেন করিনা, তো কখনও সঙ্গে থাকছেন স্বরা ৷
সোনম ট্যুইটার পোস্টে জানিয়েছেন, ‘এই ছবির শ্যুটিং ফ্লোর একেবারেই পরিবারের মতো ৷ দারুণ লাগছে ৷’ স্বরাকে ট্যাগ করে সোনম লিখেছেন, ‘বহেনা, তোর সঙ্গে এটা আমার তৃতীয় ছবি ৷ ’
বাংলা খবর/ খবর/বিনোদন/
একসঙ্গে বিয়ের পিঁড়িতে করিনা-সোনম !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement