#মুম্বই: ইরফান খানের পর সোনালি বেন্দ্রে ৷ গোটা দুনিয়াকে হতবাক করে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত ৷ নিউইয়র্কে চিকিৎসা চলছে তাঁর ৷ ট্যুইটে সোনালি জানিয়ে ছিলেন, কিছুদিন যাবৎ শরীরে হাল্কা ব্যাথা অনুভব করছিলেন তিনি ৷ চিকিৎসকের কাছে গেলে, কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাতেই ধরা পড়ে তাঁর এই রোগ ৷ পরে নিজেই জানালেন, মেটাস্ট্যাটিক ক্যানসারে ভুগছেন তিনি ৷
দু’বছর ধরেই ক্যানসারের সঙ্গে সাহস নিয়ে লড়লেন সোনালি ৷ নিজের মতো ভালো থাকছেন ৷ সোশ্যাল মিডিয়ায় ক্যানসার নিয়ে নানা পোস্ট করে সচেতনতাও ছড়াচ্ছেন তিনি ৷ এরই মাঝে চিকিৎসার জন্য তাঁকে ন্যাড়া হতে হয়েছে ৷ কেমোর চাপে সুন্দর মুখশ্রীতে কালি ছোপ ৷ লড়ে যাচ্ছেন সোনালি ৷ আর তাই তো সেই ভিডিওতে বেঁচে থাকার গল্প শোনালেন ৷
বিশ্ব ক্যানসারে দিবসেও নিজের লড়াইয়ের কথা জানালেন সোনালি বেন্দ্রে ৷ একটি ভিডিওর মধ্যে দিয়ে লড়াইয়ের কথা তুলে ধরলেন তিনি ৷ জানালেন, ‘ক্যানসার আমার পরিচয় নয় !’
তাঁর ভিডিওকে সম্মান জানিয়েছে বলিউডের অনেকেই ৷ তালিকায় রয়েছেন অনুষ্কা শর্মা ও আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ৷ এই তাহিরাও ভুগছেন ক্যানসারে৷
দেখুন সেই ভিডিও----
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cancer, Instagram, News, Sonali Bendre, World Cancer Day