Sonakshi Sinha Still Fights for Money: ‘অভিনেত্রীর পারিশ্রমিক কমাতে চান সকলেই’! এখনও টাকার জন্য মরিয়া লড়াই সোনাক্ষীর!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sonakshi Sinha Still Fights for Money: জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিরিজেও দুর্ধর্ষ অভিনয় করতে দেখা গিয়েছে শত্রুঘ্ন-কন্যাকে।
মুম্বই: প্রায় বছরখানেক আগে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘দাহাড়’। এই সিরিজে দেখার মতো ছিল সোনাক্ষী সিনহার অভিনয়। বলা ভাল, অভিনেত্রীর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘দাহাড়’। এরপর জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিরিজেও দুর্ধর্ষ অভিনয় করতে দেখা গিয়েছে শত্রুঘ্ন-কন্যাকে। গণিকার ভূমিকায় ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে স্টার-কিড হওয়া সত্ত্বেও সোনাক্ষীর কেরিয়ারের গতিপথে কিন্তু সব সময় যে গোলাপের পাপড়ি বিছানো ছিল, এমনটা একেবারেই নয়। বরং বহু বিপত্তির সম্মুখীন হয়েই এগোতে হয়েছে তাঁকে।
শুধু এই ধরনের সিরিজেই নয়, কিছু মেনস্ট্রিম ছবিতেও অভিনয়ের জোরে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন সোনাক্ষী। যেমন – ‘লুটেরা’ ছবিতে তাঁর অভিনয় প্রচুর প্রশংসা কুড়িয়েছিল। তবে ছবিটি অবশ্য বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি। এছাড়া ‘আকিরা’, ‘নূর’, ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ এবং ‘খানদানি শফাখানা’-র মতো একক-নায়িকাকেন্দ্রিক ছবিতেও অভিনয় করেছেন সোনাক্ষী। কিন্তু সেগুলি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।
advertisement
News18 Showsha-র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে সেই সময়টার স্মৃতি তুলে ধরেন, যে সময় তিনি সেভাবে সাফল্যের মুখ দেখেননি। কেরিয়ারজীবনে লড়াইয়ের সেই পর্বের কথা তুলে ধরে সোনাক্ষী জানালেন, “যে ধরনের ছবি বা যে ধারার চরিত্র আমি করতাম, তা থেকে সম্পূর্ণ ভিন্ন ধারার চরিত্র কিংবা ছবি বেছে নেওয়ার সময় আমি নিজের সর্বস্বটা দেওয়া সত্ত্বেও কিছু কিছু ছবি ভাল চলেনি। সেই সময় মনে হত, যেন কোনও কিছুই হচ্ছে না! তবে আমি একজন অভিনেত্রী হিসেবে সেই চরিত্রে অভিনয় খুবই উপভোগ করেছি। শুধু তা-ই নয়, বাণিজ্যিক ভাবে ছবিগুলি না চললেও যাঁদের সঙ্গে সেখানে কাজ করেছি, তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুবই উপভোগ করেছি। তবে নিজেকে প্রশ্ন করে গিয়েছি যে, কেন এটা হচ্ছে না?”
advertisement
advertisement
আরও পড়ুন : ‘তুমি কি আদৌ স্কুলে যাও?’…নিন্দুকদের ‘ধন্যবাদ’ দিয়ে CBSE-র দশম শ্রেণীর পরীক্ষার রেজাল্ট জানাল হর্ষালী! কত পেল মুন্নি, জানুন
অভিনেত্রীর মন্তব্য, “কিন্তু আমি জানতাম যে, বক্স অফিসে কোনও ছবির ভাগ্য আমার নিয়ন্ত্রণে নেই। একজন অভিনেতা হিসেবে আপনাকে আপনার সেরাটাই দিতে হবে। আমার অভিনয় প্রশংসিত হয়েওছিল। আর এভাবেই আমি এগিয়ে গিয়েছি এবং নিজের ইচ্ছা মতো কাজ চালিয়ে গিয়েছি। আর সেই ফলই এখন পাচ্ছি। আসলে প্রত্যেককেই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়।”
advertisement
অবশ্য এরপরেই সোনাক্ষী আরও যোগ করেন যে, “অবশেষে এখন আমি এমন সব চরিত্র হাতে পাচ্ছি, যেগুলির জন্য আমি অপেক্ষা করে ছিলাম। আসলে এই প্রত্যেকটি চরিত্রই একে অপরের থেকে আলাদা। আমি সত্যিই উপভোগ করছি।”
এখানেই শেষ নয়, সোনাক্ষী আরও এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর বক্তব্য, “এটা সহজ নয়। আর কিছু কিছু সময় বিষয়টা সঠিক বলে মনেও হয় না। যখন পরিচালকরা আপনার কাছে আসেন, তাঁরা জানেন যে, আপনি কী করতে পারেন! কিন্তু টাকার কথা উঠলেই সকলে চান যে, প্রত্যেকে বিশেষ করে অভিনেত্রীরা নিজেদের পারিশ্রমিক কমিয়ে দেবেন।”
advertisement
অভিনেত্রী বলে চলেন, “আমি বুঝতে পারি না কেন এমনটা হয়! আর কীভাবেই বা এটা হয়? এটাই হয় আর এটাই হয়ে আসছে। এটা একটা লড়াই, যেটা মহিলাদেরই লড়তে হয়। যদিও আমাদের একাধিক লড়াই লড়তে হয়। আর পারিশ্রমিকের বিষয়টাও এই লড়াইয়ের মধ্যে অন্যতম।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 5:35 PM IST