Sohini Sarkar-Shovan Ganguly Wedding: মালা পরিয়েই উদ্দাম নাচ কনের, শিস দিয়ে পা মেলালেন বর, সোহিনী-শোভনের মালাবদলের ভিডিও ফাঁস
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sohini Sarkar-Shovan Ganguly Wedding: নতুন স্ত্রীকে সিঁদুরদানের পর চুম্বনে ভরিয়ে দিলেন শোভন। আনন্দে হেসে উঠলেন সোহিনী। আদরে, যত্নে শুরু হল সংসার করার পথচলা।
কলকাতা: চারহাত এক হল সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। আাজ, সোমবার রাতে নবদম্পতি রূপে দেখা দিলেন যুগল। নিজেদের ছবি পোস্ট করে সোহিনী লিখলেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে’।
নতুন সংসার শুরুর পালা। বিচ্ছেদ, মন ভাঙা সব ভুলে নতুন ভাবে পথ হাঁটা শুরু করলেন নবদম্পতি। শোভন এবং সোহিনীর বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মালাবদলের ভিডিও।
advertisement
advertisement
তাতে দেখা যাচ্ছে, বর-কনের মুখে হাসি আর ধরে না। সোহিনীর পরনে মেরুন বেনারসি, সাদা ব্লাউজ, গলাভর্তি সোনা, কপালে চন্দন টিকা। শোভনের পরনে সাদা পাঞ্জাবী আপ মেরুন পাজামা। চোখে রয়েছে চশমা। মালাবদলের পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবির সুপারহিট গান বেজে উঠল ‘চোখ তুলে দেখো না কে এসেছে’। আর সেই গানের তালেই পা মেলালেন নতুন বর-কনে। আনন্দে শিস দিয়ে উঠলেন শোভন।
advertisement
আরও পড়ুন: সিঁদুর পরিয়ে স্ত্রী সোহিনীকে চুম্বন শোভনের, মেরুন বেনারসিতে অপরূপা নববধূ, বিয়ের ছবি দেখুন
তার আগে ছবিতে প্রকাশ পেয়েছে বিবাহ রীতির কয়েক মুহূর্ত। নতুন স্ত্রীকে সিঁদুরদানের পর চুম্বনে ভরিয়ে দিলেন শোভন। আনন্দে হেসে উঠলেন সোহিনী। আদরে, যত্নে শুরু হল সংসার করার পথচলা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2024 10:15 PM IST