Sohini Sarkar-Shovan Ganguly Wedding: মালা পরিয়েই উদ্দাম নাচ কনের, শিস দিয়ে পা মেলালেন বর, সোহিনী-শোভনের মালাবদলের ভিডিও ফাঁস

Last Updated:

Sohini Sarkar-Shovan Ganguly Wedding: নতুন স্ত্রীকে সিঁদুরদানের পর চুম্বনে ভরিয়ে দিলেন শোভন। আনন্দে হেসে উঠলেন সোহিনী। আদরে, যত্নে শুরু হল সংসার করার পথচলা।

মেরুন বেনারসিতে অপরূপা নববধূ। ধুতি-পাঞ্জাবীতে সুন্দর শোভন। দক্ষিণ ২৪ পরগনার এক রাজবাড়িতে নিয়ম রীতি মেনেই বিয়ে সেরে নতুন যাত্রার পথে পা বাড়ালেন নবদম্পতি।
মেরুন বেনারসিতে অপরূপা নববধূ। ধুতি-পাঞ্জাবীতে সুন্দর শোভন। দক্ষিণ ২৪ পরগনার এক রাজবাড়িতে নিয়ম রীতি মেনেই বিয়ে সেরে নতুন যাত্রার পথে পা বাড়ালেন নবদম্পতি।
কলকাতা: চারহাত এক হল সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। আাজ, সোমবার রাতে নবদম্পতি রূপে দেখা দিলেন যুগল। নিজেদের ছবি পোস্ট করে সোহিনী লিখলেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে’।
নতুন সংসার শুরুর পালা। বিচ্ছেদ, মন ভাঙা সব ভুলে নতুন ভাবে পথ হাঁটা শুরু করলেন নবদম্পতি। শোভন এবং সোহিনীর বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মালাবদলের ভিডিও।
advertisement
advertisement
তাতে দেখা যাচ্ছে, বর-কনের মুখে হাসি আর ধরে না। সোহিনীর পরনে মেরুন বেনারসি, সাদা ব্লাউজ, গলাভর্তি সোনা, কপালে চন্দন টিকা। শোভনের পরনে সাদা পাঞ্জাবী আপ মেরুন পাজামা। চোখে রয়েছে চশমা। মালাবদলের পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবির সুপারহিট গান বেজে উঠল ‘চোখ তুলে দেখো না কে এসেছে’। আর সেই গানের তালেই পা মেলালেন নতুন বর-কনে। আনন্দে শিস দিয়ে উঠলেন শোভন।
advertisement
তার আগে ছবিতে প্রকাশ পেয়েছে বিবাহ রীতির কয়েক মুহূর্ত। নতুন স্ত্রীকে সিঁদুরদানের পর চুম্বনে ভরিয়ে দিলেন শোভন। আনন্দে হেসে উঠলেন সোহিনী। আদরে, যত্নে শুরু হল সংসার করার পথচলা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sohini Sarkar-Shovan Ganguly Wedding: মালা পরিয়েই উদ্দাম নাচ কনের, শিস দিয়ে পা মেলালেন বর, সোহিনী-শোভনের মালাবদলের ভিডিও ফাঁস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement