#মুম্বই: সোহা আলি খান। বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। বহু ছবিতে কাজ করেছেন তিনি। এছাড়াও নবাব কন্যা তিনি। সইফ আলি খানের আদরের বোন। বিয়ে করেছেন অভিনেতা কুনাল খেমুকে। তবে বিয়ের পর আর সেভাবে কাজ করতে দেখা যায়নি সোহা বা কুনালকে। তাঁদের একটি ফুটফুটে মেয়ে রয়েছে। নাম ইনায়া। তৈমুরের থেকে সামান্য ছোট। তবে মিষ্টতায় ইনায়াও কিন্তু কম যায় না। ইনায়াকে বেশির ভাগ সময় থাকতে দেখা যায় তাঁর বাবার সঙ্গে। মায়ের থেকে নাকি বাবাকেই তার বেশি পছন্দ।
কিন্তু একি এতটুকু মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছেন সোহা আলি খান? কুকুরকে খেতে দেওয়া ছোট্ট শিশুকে দিয়েই রুটি পর্যন্ত করাচ্ছেন সোহা আলি খান। বিশ্বাস না হলেও এটাই সত্যি। গোটা লকডাউনে বাড়িতেই কাটিয়েছেন সোহা তাঁর মেয়ে ও স্বামীর সঙ্গে। এমনিতেই তাঁদের সম্পর্ক মধুর। তবে কেন এই ছোট্ট শিশুকে দিয়ে কাজ করাচ্ছেন?
View this post on Instagram
সম্প্রতি সোহা আলি খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে মন দিয়ে রুটি বেলছে ইনায়া। শুধু বেলছে না দারুণ সুন্দর গোল রুটি তৈরি করছে সে। পাশেই খাবার খাচ্ছে সোহার প্রিয় পোষ্য কুকুর। এই ভিডিওটি শেয়ার করে সোহা লিখেছেন, "তুমি আমার চাপাটি, সবজি।' আসলে ভিডিওটি মজা করেই বানিয়েছেন তিনি। তবে খেলার ছলে মেয়েকে রান্নার কাজ শিখিয়ে ফেলছেন সোহা। ওদিকে তৈমুরকেও দেখা গিয়েছিল খেতের কাজ করতে। স্টার কিড বলে শুধু ফেমাস হলেই হবে না। সঠিক শিক্ষাও পেতে হবে। সেই কাজই করছেন সোহা। প্রসঙ্গত আজ-কালের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হবেন সোহার বৌদি করিনা কাপুর খান। তাই পরিবারে একটা চাপা উত্তেজনা তো রয়েছেই।