Snake: ‘মধুর’ স্বাদের ‘সাপের শুক্রাণু’ রোজ পান করেই পেয়েছেন এই ‘বড়’ উপকার! দাবি নামী গায়িকা তথা অভিনেত্রীর

Last Updated:

Snake: তিনি তাঁর প্রশিক্ষকের কথায় ওই পানীয়ে চুমুক দিয়েছেন। তাঁর অনুরাগীরা জানতে পেরেছেন ওতে সাপের শুক্রাণু আছে। তাঁর কথায় এটা খেতে মধুর মতো।

কণ্ঠস্বর ভাল রাখতে তিনি একটি সিরাপের মতো তরল পান করেন
কণ্ঠস্বর ভাল রাখতে তিনি একটি সিরাপের মতো তরল পান করেন
সাপের শুক্রাণু বা বীর্যই তাঁর সুকণ্ঠের রহস্য। এই গোপন কথা জানানোর পর পরই তীব্র সমালেচনার মুখে পড়েছেন আমেরিকান গায়িকা তথা অভিনেত্রী জেসিকা সিম্পসন। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম রিলে তিনি জানিয়েছেন কণ্ঠস্বর ভাল রাখতে তিনি একটি সিরাপের মতো তরল পান করেন। কিন্তু তাতে যে সাপের শুক্রাণু আছে, সেটা বলেননি শিল্পী।
পরে তাঁর এক কৌতূহলী ফ্যান গুগল করতে শুরু করেন। তিনি বলেন, ওই সিরাপে আছে সাপের শুক্রাণু। এই বিতর্কিত উপাদান জানাজানি হওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় চরম নিন্দার মুখে পড়েন জেসিকা। তাঁর অনেক অনুরাগী বিশ্বাসই করতে চাননি যে তিনি সাপের শুক্রাণুতে চুমুক দেন। যে ইনস্টা রিল ঘিরে বিতর্ক, সেখানে জেসিকাকে দেখা গিয়েছে হলুদ পোশাকে এবং নীল জ্যাকেট পরে। তাঁর হাতে ছিল চিনা ভেষজ পানীয়।
advertisement
advertisement
advertisement
জেসিকা জানান তিনি তাঁর প্রশিক্ষকের কথায় ওই পানীয়ে চুমুক দিয়েছেন। তাঁর অনুরাগীরা জানতে পেরেছেন ওতে সাপের শুক্রাণু আছে। তাঁর কথায় এটা খেতে মধুর মতো। তার পর হাসিতে ফেটে পড়েন। বলেন, ‘যদি ভাল কণ্ঠস্বর পেতে চাও, তাহলে খেতে হবে সাপের শুক্রাণু। প্রসঙ্গত ‘দ্য পিপল’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, জেসিকা জানিয়েছেন তাঁর প্রশিক্ষক বলেছিলেন ওই পানীয়তে সাপের বীর্য আছে উপকরণ হিসেবে। তবে তাঁর কণ্ঠস্বরের যে ব্যাপক উন্নতি হয়েছে সাপের শুক্রাণু পানে, সে কথা নির্দ্বিধায় স্বীকার করেছেন জেসিকা সিম্পসন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Snake: ‘মধুর’ স্বাদের ‘সাপের শুক্রাণু’ রোজ পান করেই পেয়েছেন এই ‘বড়’ উপকার! দাবি নামী গায়িকা তথা অভিনেত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement