Smriti Mandhana Skips KBC: কেবিসি-তে অমিতাভের অতিথি বিশ্বজয়ী মহিলা ক্রিকেট টিম, বিয়ে বাতিল হতেই শো-ও বাতিল স্মৃতি মন্ধানার!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana Skips KBC: কৌন বনেগা ক্রোড়পতি ১৭-র বিশেষ পর্বে আসার কথা বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলেক তারকাদের। সেই দলে ছিলেন স্মৃতি মন্ধানাও। কিন্তু আসছেন না তিনি।
মুম্বই: কৌন বনেগা ক্রোড়পতি ১৭-র বিশেষ পর্বে আসার কথা বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলেক তারকাদের। সেই দলে ছিলেন স্মৃতি মন্ধানাও। কিন্তু দুঃখের খবর, এই স্পেশ্যাল এপিসোডে আসছেন না স্মৃতি।
এই বিশেষ এপিসোডে আসছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর, হারলিন কৌর দেওল, রিচা ঘোষ, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, স্নেহ রানা এবং কোচ অমোল মুজুমদার। কিন্তু তবুও যে নামটি নিয়ে দর্শকের উত্তেজনা সবচেয়ে বেশি ছিল, সেই নামটি তালিকায় নেই। দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধানা উপস্থিত থাকছেন না, এটাই নিশ্চিত খবর।
advertisement
advertisement
advertisement
তবে এই ঘটনার কারণ অবশ্যই তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। ২৩ নভেম্বর গায়ক ও চলচ্চিত্রসঙ্গীতকার পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ের তোড়জোড় চলছিল। কিন্তু বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকাই ভেঙে গেল সব পরিকল্পনা। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় স্মৃতির বাবা শ্রীনিবাসকে, আর তার পরেই ‘পোস্টপোন’ হয় বিয়ে।
আরও পড়ুন: SSC নবম-দশমের শূন্যপদ বাড়ার সম্ভাবনা ক্ষীণ! চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ কবে? জানাল স্কুল শিক্ষা দফতর
এরপরেই গতকাল পলাশের একাধিক সোশ্যাল মিডিয়া স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে স্পষ্ট স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন পলাশ, এমনই অভিযোগ উঠেছে। স্ক্রিনশটগুলি তাঁদের বিয়েতে আসা একজন কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের মাখো মাখো চ্যাটিংয়ের স্ক্রিনশট ছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2025 3:05 PM IST

