হোম /খবর /বিনোদন /
রামায়ণের এই দৃশ্যই তাঁর সব থেকে প্রিয়, স্বীকারোক্তি সীতারই

রামায়ণের এই দৃশ্যই তাঁর সব থেকে প্রিয়, স্বীকারোক্তি সীতারই

রামায়ণের পুনঃপ্রচার সারা দেশে এই মুহূর্তে তোলপাড় করেছে

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: দূরদর্শনে রামায়ণ সম্প্রচারিত হয়েছে রাবণ বধ থেকে রামের অযোধ্যায় ফেরা পর্যন্ত ৷ এক নতুন নজির সৃষ্টি হয়েছে ৷ টেলিভিশনের ইতিহাসে রামায়ণ ও মহাভারত পুনঃপ্রচারে দর্শকদের বাড়তি সাড়া পাওয়া গিয়েছে ৷ লকডাউনের বাজারে ভিউয়ারশিপ অনেকটাই বেড়েছে ৷ রামায়ণের চরিত্রগুলিতে যে যে অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন তাঁদের ব্যক্তিগত জীবনের প্রতি ক্রমশই আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের রাম চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অরুণ গোভিল ও সীতা চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া ৷

একটি পুরনো সাক্ষাকারে তিনি জানিয়েছিলেন রামায়ণে তাঁর প্রিয় দৃশ্য সম্বন্ধে সেই দৃশ্যই ভাবিয়েছিল তাঁকে বারবার ৷ সীতা চরিত্রে অভিনয় করে দীপিকা সবার কাছেই বেশ প্রিয় প্রাত্রী হয়েছিলেন ৷ রামের সঙ্গে অভিনীত সীতার চরিত্র যেখানে সীতাকে রাম ত্যাগ করেছিলেন সেই দৃশ্যটি তার বেশ প্রিয় ছিল বলেই তিনি জানিয়েছিলেন ৷

রামের বনবাসের পরেই সেই দৃশ্যটি দেখানো হয়েছিল ৷ সীতা রামের সঙ্গে অযোধ্যায় ফেরার পরেও অনেক সমস্যা হয়েছিল ৷ সেই অভিজ্ঞতার কথাই তিনি ব্যাখ্যা করেছেন ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Dipika Chikhlia, Ramayana