শর্মিলা মাইতি#কলকাতা: হইহই করে শুরু আইপিএল। রিটায়ারমেন্টের পর প্রথম বার মাঠে মহেন্দ্র সিংহ ধোনি। ঠিক সেই শনিবারই রাত আটটা নিউজ 18 বাংলা ডিজিটাল ফেসবুক পেজে লাইভে এলেন সিধু। সঙ্গে গিটার।
সামনেই আসছে সিধুর অনলাইন কনসার্ট, 'নব্বই নস্টালজিয়া' ! আগামী 4 অক্টোবর এই শো দর্শক টিকিট কেটে দেখতে পারবেন। " আমার ফেসবুক পেজে সব ডিটেল দেওয়া আছে, কীভাবে টিকিট বুক করতে হবে । আর একটা কথা, অনেকেরই ধারণা, ফেসবুক লাইভে গান গাওয়া আর অনলাইন শো একই ব্যাপার। তা নয়। এক্ষেত্রে স্টেজ সেটআপের উপর জোর দিয়েছি। স্মোক, লাইটিং রক মিউজিকের পরিবেশ ও সাউন্ড সিস্টেম। সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি দেওয়ার চেষ্টা করছি। দর্শক এলেই বুঝতে পারবেন। "এর পর 21 অক্টোবর অর্থাত ষষ্ঠীর দিন সন্ধ্যায় এসো বন্ধু। বন্ধুত্বের প্রতিশ্রুতি নিয়ে পটার সঙ্গে সিধু। "এ বছর সবাই খুব কঠিন পরিস্থিতিতে আছেন। সবার মন ভাল করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই এই লাইভ কনসার্ট। পুজোর শুরুতে যাতে মন মেতে ওঠে আনন্দে। সঙ্গীতের সেই ক্ষমতা আছে। " হাসলেন সিধু।আর সঙ্গীত দর্শকশ্রোতা ছাড়া অসম্পূর্ণ। দেখা যাক কতদূর সফল হয় এই নতুন পথ চলা। ডিজিটাল ওয়র্ল্ডকে যেভাবে মানুষ আপন করে নিচ্ছেন, তাতে হয়ত একদিন লাইভ ডিজিটাল কনসার্ট খুলবে সঙ্গীত দুনিয়ার নয়া দিগন্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook Live