আলোর উৎসবে শ্রোতাদের জন্য চন্দ্রিমার উপহার ‘ হাজার স্রোতে '
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রণদীপ মুখোপাধ্যায় (মানু) এ গানের সুন্দর সঙ্গীত আয়োজন করেছেন যাতে আরও চমক জুড়েছে চন্দ্রিমার কণ্ঠ।
#কলকাতা: বিশিষ্ট কণ্ঠসঙ্গীত শিল্পী চন্দ্রিমা ভট্টাচার্যের সাম্প্রতিক বাংলা মৌলিক গান রাত এবং প্রকৃতির রহস্যের এক অনন্য সাধারণ মিশেল 'হাজার স্রোতে৷' রাতের প্রশংসা কবিতায়, পরে তা গানের রূপে "বিভাবভরী"-র রহস্যময়তাকে এক রোমান্টিক রূপ দিয়েছে। অন্ধকার ক্যানভাসে শান্ত এবং তারার আলোয় ঘেরা রাত, ভালোবাসার মনে আবেগের অপ্রত্যাশিত বিচ্ছুরণ অনুভব করায়। এ যেন রাত তারাদের গান।
গানটি চন্দ্রিমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে, পাশাপাশি উল্লেখযোগ্য স্ট্রিমিং পরিষেবাগুলিতেও উপলব্ধ। ঋত্বিক এবং সৌম্যদীপ গানটি লিখেছেন, ঋত্বিক ভান্ডারি সুর সংযোজন করেছেন।
আরও পড়ুন - দেবশ্রীর পর অগ্নিমিত্রা, তৃণমূলের 'সন্ত্রাস' মোকাবিলায় 'চুপ' নয়, জবাব দেওয়ার হুঁশিয়ারি
advertisement
রণদীপ মুখোপাধ্যায় (মানু) এ গানের সুন্দর সঙ্গীত আয়োজন করেছেন যাতে আরও চমক জুড়েছে চন্দ্রিমার কণ্ঠ। ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে গানটির প্রকাশ অন্ধকার আকাশের নীচে আলোর উৎসব উদযাপনের মৌসুমের সাথে মিলে গেল।
advertisement
চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, "এটা হল রাত উদযাপনের গান। রাতের নিজস্ব একটা আকর্ষণ আছে, এটা তার গুরুত্ব,মোহময় রূপকে স চমৎকারভাবে ফুটে উঠেছে ঋত্বিক ভান্ডারি-এর সৃষ্টিতে। মিউজিক ভিডিওটি একটা অন্ধকার রাতের তারা ভরা আকাশের গল্প বলে।"
Manash Basak
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2022 8:08 AM IST